ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১০ ঘণ্টা সড়ক অবরোধের পর ছাত্রাবাসে ফিরেছেন আইএইচটি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

তিন দফা দাবি বাস্তবায়ন ও পলাতক সজল কুমার ঘোষকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসে ছাত্রাবাসে ফিরেছেন ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা।

এরআগে রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত আইএইচটি ক্যাম্পাসের সামনে শহরের সাতমাথা-বনানী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ চলে। এতে করে ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী অসংখ্য যানবাহন ও মানুষ।

পরে রাত ১০টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, শরাফত ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু, সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন।

আরও পড়ুন: আইএইচটি শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে বগুড়ায় তীব্র যানজট

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন বলেন, আপনারা আমাদের ছোট ভাই বোন। সামনে আপনাদের পরীক্ষা। আপনাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাই না। আপনারা তো আগে আমাদের কিছু জানাননি। জানালে আমরা ব্যবস্থা নিতে পারতাম। এখন আমাদের ওপর একটু আস্থা রাখেন।

এরপর জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, আপনাদের অভিযোগ সজল কুমার ঘোষের বিরুদ্ধে। তাকে অতি দ্রুত গ্রেফতার করা হবে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সজল ঘোষকে গ্রেফতার করা হবে।

এর আগে ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির হোস্টেলের মিল ম্যানেজার ও শিক্ষার্থী আমিনুল ইসলামকে মারধর করেন সজল ঘোষ। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। প্রায় দুঘণ্টা সড়ক অবরোধ রাখার পর তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। তখন থেকেই তারা কলেজের ভেতরে বিক্ষোভ চালিয়ে যান।

আরও পড়ুন: ছাত্রী নিবাসের ফ্যানে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

পরদিন তিন দফা উত্থাপন করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো বহিরাগত সন্ত্রাসীকে আশ্রয় ও প্রশ্রয়দানকারী অধ্যক্ষ ডা. আমায়াত-উল-হাসিনের অপসারণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজিংকারী সজল ঘোষের গ্রেফতার ও শাস্তি এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

২ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়। তবে এর আগে থেকেই সজল পলাতক।

জেএস/এএসএম