ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বোরকা পরে যুবলীগ নেতা হত্যা, ইমিগ্রেশনে গ্রেফতার পলাতক আসামি

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লায় বোরকা পড়ে যুবলীগ নেতাকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ বাদল রিয়াজকে (৪৮) গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের আগরতলা হয়ে দেশে ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিয়াজ কুমিল্লার তিতাস উপজেলার জিরারকান্দির মোহাম্মদ রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক জামাল হত্যা মামলার ৫ নম্বর আসামি।

আরও পড়ুন: পূর্বশত্রুতার জেরেই খুন হন যুবলীগ নেতা জামাল

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক স্বপন দাস জাগো নিউজকে বলেন, কুমিল্লার তিতাসে আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ বাদল রিয়াজ ঢাকা বিমানবন্দর দিয়ে আরব আমিরাতের দুবাই পালিয়ে যায়। সেখান থেকে ভারতের আগরতলা হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসছিলেন। তাকে ইমিগ্রেশনে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতা হত্যার ‘পরিকল্পনাকারী’ আওয়ামী লীগ নেতা

গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাতে দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী পপি আক্তার। ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি মোহাম্মদ বাদল রিয়াজ।

 

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জিকেএস