ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে একদিনে আরও ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১১:১৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে আরও ৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সচেতনতার বিকল্প নাই। শুধু জনপ্রতিনিধি বা প্রশাসনের আশায় থাকলে হবে না। ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। ডেঙ্গু গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যারা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসকের পরামর্শে চলতে হবে। বেশি তরল খাবার খাওয়া ও মশারির মধ্যে থাকতে হবে।

রাজবাড়ীতে একদিনে আরও ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত

আরও পড়ুন: চট্টগ্রামে ৬ হাজার ছাড়ালো ডেঙ্গু আক্রান্ত

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় এক হাজার ৯৬৩ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছে এক হাজার ৮২৮ জন। ভর্তি রোগীর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৩২ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ জন, কালুখালীতে ৩০ জন, বালিয়াকান্দিতে ২৯ জন ও গোয়ালন্দে ১০ জন।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম