ভ্রাম্যমাণ আদালত দেখেই কারেন্ট জাল ফেলে পালালেন ব্যবসায়ীরা
বগুড়ার নন্দীগ্রামে হাট-বাজার থেকে কারেন্ট জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কড়ইহাটে বাজারে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত দেখেই কারেন্ট জাল ফেলে ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়। লাখ টাকা মূল্যের কারেন্ট জালগুলো জব্দ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: ‘পাঁচ মাস ইলিশ ধরেছি, নিষেধাজ্ঞায় নদীতে যাবো না’
একই অভিযানে কড়ইহাটে সাখাওয়াত হোসেনের কাপড়ের দোকানকে জরিমানা করা হয়। দোকানের ডিলিং লাইসেন্স না থাকায় এক হাজার ২০ টাকা অর্থদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় আরও চারটি কাপড়ের দোকান মালিককে সতর্ক করাসহ ডিলিং লাইসেন্স করার পরামর্শ দেওয়া হয়।
বিচারকের সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হাকিবুর রহমান, নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম।
জেএস/জিকেএস