ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:৩২ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে এ মামলায় ৯ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী মাস্টার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর শিকদার মঞ্জুসহ ২১ জনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন: বরিশালে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ১১ নেতা

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদী এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী মাস্টার জাগো নিউজকে বলেন, শনিবার (২৮ অক্টোবর) রাতে দলীয় কার্যালয়ে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। পরে দলীয় সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তবে এটি হয়রানিমূলক দাবি করে এ মামলার আসামি এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর শিকদার মঞ্জু
বলেন, এটি মূলত রাজনৈতিক মামলা। আমাদের হয়রানি করার জন্য আওয়ামী লীগ এ মামলা করেছে। এ ঘটনার সঙ্গে আমরা কোনো ভাবেই জড়িত না।

 

এম এ মালেক/জেএস/জিকেএস