বরিশালে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ১১ নেতা
বরিশালের বানারীপাড়ায় ১১ বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। তারা আগে বানারীপাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (৩০ অক্টোবর) সকালে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, রোববার (২৯ অক্টোবর) ১১ জন কলেজ শিক্ষক শান্তি সমাবেশে অংশ নেন। তারা লিখিত আবেদন ও প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আওয়ামী লীগে যোগদান করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী গ্রেফতার
আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপি নেতারা হলেন-উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জাকির, ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও একই কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব, বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মো. সামসুল হক, উপজেলা মহিলা বিএনপির সহ সভাপতি ও কলেজের সহকারী অধ্যাপক শাহানাজ খানম, সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক কাজি আলী হায়দার, প্রদর্শক (শিক্ষক) মো. মিজানুর রহমান ও হিসাবরক্ষক মো. মিজানুর রহমান।
যোগদানের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নয় মামলায় আসামি ১০৪২, আটক ৬৯
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সচিব রিয়াজ মৃধা জাগো নিউজকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা তাদের জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে যোগদান করিয়েছে। তারা যোগদানে অস্বীকৃতি জানালে কলেজ থেকে তাদের বেতন ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তারা বাধ্য হয়ে যোগদান করেছে।
শাওন খান/জেএস/এএসএম