এক বাঘাইড়ের দাম ৩১ হাজার
সিরাজগঞ্জের যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পরেছে। মাছটির ওজন ২৮ কেজি।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে মাছটি শাহজাদপুর উপজেলার মশিপুর সরিষাকোল মাদরাসা বাজারে নিলে ১৫ জন মিলে ৩১ হাজার টাকায় কিনে নেন। এ সময় মাছটিকে এক নজর দেখতে স্থানীয়রা ভিড় করেন।
মাছ ব্যবসায়ী হযরত আলী বলেন, যমুনা থেকে প্রতিদিন পাইকারি দামে মাছ কিনে এনে এ বাজারে বিক্রি করি। তবে আজ সবচেয়ে বড় মাছ বিক্রি করলাম। ১৫ জন ৩১ হাজার টাকায় নিয়েছে।
আরও পড়ুন: ৬৩ কেজির বাঘাইড় বিক্রি সাড়ে ৭৫ হাজারে
মশিপুর সরিষাকোল মাদরাসা বাজারের ইজারাদার আদম সেখ জাগো নিউজকে বলেন, এ বাজারে মাঝে মধ্যেই যমুনা নদীর বড় বাঘাইড় মাছ পাওয়া যায়। তবে দাম বেশি হওয়ায় একা কেউ নিতে পারে না। এ জন্য কয়েকজন মিলে নিয়ে ভাগ করে।
সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান জাগো নিউজকে বলেন, যমুনার পানি কমে যাওয়া ও ইলিশ রক্ষায় সফল অভিযানের কারণে এখন যমুনার মোহনায় মাঝে মধ্যেই বিভিন্ন রকম বড় বড় মাছ পাওয়া যাবে।
এম এ মালেক/জেএস/এমএস