ফেনীতে মাদক কারবারির জেল-জরিমানা
ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব অনন্তপুর এলাকায় এক মাদক বিক্রেতাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) পরশুরাম পৌর শহরের পূর্ব অনন্তপুর এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে এ দণ্ডাদেশ দেওয়া হয়। এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবাসহ ৪ কারবারি গ্রেফতার
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, পৌর শহরের পূর্ব অনন্তপুর এলাকার মিশন একাডেমি সড়কের মো. সিরাজ উদ্দিনের বসতঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপরই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুমাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সিরাজ উদ্দিনকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ২ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৩ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক
- ৪ কুষ্টিয়ার বিষাক্ত অ্যালকোহল পানে কলেজছাত্রের মৃত্যু
- ৫ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ ফিরিয়ে দিলো ভারত