ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাব দিলেন পলক-শিমুল

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০২:৫০ এএম, ০২ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতিনিধিদের মাধ্যমে শোকজের জবার দেন এ দুই প্রার্থী।

জানা যায়, বৃহস্পতিবার জুনাইদ আহমেদ পলকসহ ২১ জন প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন। জবাবে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নাটোর সার্কিট হাউজে নাটোর-৩ আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান পাবনা জেলা সহকারী জজ আদালতের বিচারক মোস্তফা কামালের কাছে পলকের সই করা শোকজের লিখিত জবাবের চিঠি তুলে দেন তার ব্যক্তিগত সচিব ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন।

এ ব্যাপারে জানতে জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সচিব ফোন রিসিভ করে জাগো নিউজকে বলেন, সিংড়ার সর্বস্তরের মানুষ ভোট নিয়ে উৎসাহী। মনোনয়ন জমা দেওয়ার দিন আমরা চেষ্টা করেও জনস্রোত ঠেকাতে পারিনি। জনতা একেবারে সহকারী রিটার্নিং কর্মকর্তার দরজা পর্যন্ত চলে আসে। এটি অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত। তবু নির্বাচন কমিশন আইনের প্রতি শ্রদ্ধা রেখে শোকজের জবাব পাঠানো হয়েছে। শুক্রবার শ্বশুরের কুলখানি অনুষ্ঠিত হওয়ার ঘরোয়া আয়োজনের ব্যস্ততার কারণে প্রার্থী নিজে চিঠি নিয়ে উপস্থিত হতে পারেননি।

অন্যদিকে শফিকুল ইসলাম শিমুল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নাটোর-২ আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান নাটোর জেলা সহকারী জজ আদালতের বিচারক শারমিন খাতুনের কাছে তার সই করা শোকজের লিখিত জবাব দাখিল করেছেন।

এ ব্যাপারে শিমুলের ব্যক্তিগত সহকারী আকরামুল ইসলাম জাগো নিউজকে জানান, তিনি (শফিকুল ইসলাম শিমুল) পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান থাকার পর গত ১০ বছর ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নৌকার মনোনয়ন পাওয়ার খবরে নাটোর সদর ও নলডাঙ্গার সর্বস্তরের মানুষ কোনো কিছু না জানিয়েই সংবর্ধনার আয়োজন করে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত।

রেজাউল করিম রেজা/এমকেআর