ঝিনাইদহে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষ
ঝিনাইদহে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত পাঁচজন। তাদের মধ্যে আশিক হোসেন ও বকুল মোল্লাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সদরের সুরাট বাজরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর রাতে উভয়পক্ষ থেকে মামলা হয়। মামলায় কতজনকে আসামি করা হয়েছে তা জানা যায়নি। একই সঙ্গে জানা যায়নি আহতদের বিস্তারিত পরিচয়।

স্থানীয়রা জানান, বিকেলে সদর উপজেলার সুরাট বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা অবস্থান নেন। তখন পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে সন্ধ্যায় উভয়পক্ষের সমর্থকরা একই স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়াই লিপ্ত হন। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় উভয়পক্ষে মামলা হয়েছে। মামলার পর সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন ও ছাবু জোয়ারদারকে গ্রেফতার করা হয়।
আব্দুল্লাহ আল মাসুদ/জেডএইচ