ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশিদ

‘দেশকে বিদেশিদের কাছে জিম্মি করে রেখেছে সরকার’

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে একটি প্রহসনের ড্যামি ভুয়া নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতি আরও সংকটের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা মোড়ে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ সরকার মুনাফিক, মিথ্যেবাদী। দেশকে বিদেশিদের কাছে জিম্মি করে দিয়েছে। গত ১৫ বছর ধরে ভোট ছাড়াই ক্ষমতা দখল করে আছে। আমরা এর অবসান চাই। তাই সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ করে জনগণকে এ ভোট বর্জন করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ইনশাআল্লাহ ৭ জানুয়ারির ভুয়া নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। এটি আমরা যথাসময়ে প্রমাণ করে দেবো।

তিনি আরও বলেন, এই নির্বাচন বন্ধ করুন, দেশকে বাঁচান। যারা দেশের শত্রু গণতন্ত্রের শত্রু, তাদের কবল থেকে দেশকে রক্ষা করুন। এদেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে, ভোট চোরেরা দীর্ঘদিন যাবত ক্ষমতা দখল করে বসে আছ। এই ভোটচোরদেরকে প্রত্যাখ্যান করে আগামী ৭ জানুয়ারি আমরা নতুন নজির স্থাপন করবো।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, আহসান হাবীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোহান মাহমুদ/এফএ/এএসএম