ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তোফায়েল আহমেদ

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনে নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় গড়ে তুলবো। বঙ্গবন্ধু কন্যা দেশের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাই তো তিনি আন্তর্জাতিক বিশ্বে একজন বড় নেতা ও মহীয়সী নারী।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ভোলার শিবপুরের রতনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী দেশের গরীব দুঃখী মানুষের জন্য অনেক কাজ করেছেন। বঙ্গবন্ধু কন্যা আবারও প্রধানমন্ত্রী হলে ভোলাকে আমরা শিল্প নগরীতে রূপান্তরিত করতে পারবো। ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। সে গ্যাসের ওপর নির্ভর করে ভোলা হবে শিল্প নগরী।

এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলার সভাপতি মো. মোশারেফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম