চাঁপাইনবাবগঞ্জ-৩
নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ, বিএনএম মনোনিত প্রার্থীর ভোট বর্জন
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনএম মনোনিত নোঙর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিন ভোট বর্জন করেছেন।
রোববার (৭ জানুয়ারি) দুপুর দেড়টায় শহরের ফুড অফিস মোড় সংলগ্ন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনএম মনোনিত প্রার্থী অভিযোগ করে বলেন, আমি ভেবেছিলাম শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বেলা যত বাড়ছে আইইশৃঙ্খলার পরিস্থিতি তত অবনতি হচ্ছে।
এমনকি কয়েকটি ভোট কেন্দ্রে আমার নির্বাচনি পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
এছাড়া শহরের জোড়বাগান ভোটকেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তাই আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। কারণ বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই।
এদিকে আমাকে ও আমার পোলিং এজেন্টদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি এখন নিজেও জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। প্রকাশ্যেই বলা হচ্ছে নৌকা ছাড়া কারও কোনো এজেন্ট থাকবেনা।
তিনি আরও বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে এখন পর্যন্ত ২৪টি অভিযোগ করেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে এমন অভিযোগ অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, তিনি পরাজয় নিশ্চিত হয়েই ভোট বর্জন করেছেন। কারণ জানগণ তাকে চায়না।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান বলেন, নোঙর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিন ভোট বর্জনের বিষয়টি শুনেছি। তবে সকাল থেকেই সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হচ্ছে। হয়তো তিনি তার নিজস্ব কোনো কারণে ভোট বর্জন করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোট প্রার্থী চারজন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস (নৌকা), বিএনএমের প্রার্থী মাওলানা আব্দুল মতিন (নোঙ্গর), বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খান (টেলিভিশন) ও এনপিপির প্রার্থী নাহিদুজ্জামান (আম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোহান মাহমুদ/এমএসএম/এমএস