ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ভ্যানচালককে জবাই করে হত্যা

প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৭ মে ২০১৬

নাটোরের বাগাতিপাড়ায় ব্যাটারি চালিত ভ্যানের চালক সাদ্দাম হোসেনকে (২৪) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৯টায় নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাদ্দাম হোসেন বাগাতিপাড়া পৌর এলাকার ঘোরলাজ এলাকার ইনসার আলীর ছেলে।
 
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাদ্দাম বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এরপর সারাদিনেও বাড়ি ফিরে আসেননি। পরে আজ সকালে একই উপজেলার ফাগুয়ার দিয়ার ইউনিয়নের হাড়ির বিল এলাকায় একটি পরিত্যাক্ত ইটভাটার পাশে সাদ্দামের জবাই করা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
এ বিষয়ে বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহত সাদ্দামের ভ্যান নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা সাদ্দামকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

আরও পড়ুন