ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নলডাঙ্গায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

প্রকাশিত: ০৬:১০ এএম, ০৭ মে ২০১৬

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম ভুট্টু। শনিবার বেলা সোয়া ১১টার দিকে তিনি সাংবাদিকদের ডেকে এ ঘোষণা দেন।

ভুট্টু অভিযোগ করে বলেন, বিএনপির সমর্থকদের ভোটকেন্দ্রে আসতে বাধা, পোলিং এজেন্টদের প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেয়াসহ নির্বাচনের স্বাভাবিক পরিবেশ না থাকায় তিনি দলের নেতাদের সঙ্গে আলাপ করে এই ভোট বর্জনের ঘোষণা দিচ্ছেন।

শনিবার সকাল থেকে নলডাঙ্গার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

রেজাউল করিম রেজা/এসএস/এবিএস

আরও পড়ুন