ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠি জেলায় মেয়েরা এগিয়ে

প্রকাশিত: ০৭:২২ পিএম, ১১ মে ২০১৬

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ঝালকাঠি জেলায় ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে। জেলার ৪টি উপজেলার ১৬৪টি স্কুল থেকে ৩ হাজার ৩শ ৯৭ জন ছাত্র ও ৪ হাজার ১শ ৩৭ জন ছাত্রীসহ মোট ৭ হাজার ৫শ ৩৪ জন পরীক্ষায় অংশ নেয়।

এরমধ্যে পাস করেছে ৩ হাজার ৪শ ৫০ জন ছাত্রী ও ২ হাজার ৬৬৯ জন ছাত্রসহ মোট ছয় ৬ হাজার ১শ ১৯ জন। পাসের হার ৮১ দশমিক ২২। এর হার বরিশাল শিক্ষা বোর্ডের হারের (৭৯.৪১) চেয়ে কিছুটা বেশি।

১৭টি স্কুল থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ঝালকাঠি জেলা সদরের ২টি সরকারি বিদ্যালয়ের মধ্যেও মেয়েরা শীর্ষে। সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮৪ জন। ফেল করেছে ৭ জন। পাসের হার ৯৬.৩৪। জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন।

অপরদিকে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকেও ১৯১ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮১ জন। অকৃতকার্য হয়েছে ১০ জন। পাসের হার ৯৪.৭৬। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন ছাত্র।

মো. আতিকুর রহমান/বিএ

আরও পড়ুন