ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি প্রার্থীর উপর আ.লীগের হামলা

প্রকাশিত: ০২:৪৮ এএম, ১২ মে ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও ইউপি নির্বাচনের বিএনপি প্রার্থী মোশারফ হোসেন খোকনের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর ছেলে।

বুধবার সন্ধ্যায় উপজেলার করইতলা বাজারে এ ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যানের স্ত্রীকেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মোশারফ হোসেন খোকন ও তার স্ত্রী করইতলা বাজারে একটি ফার্মেসিতে বসে কথা বলছিলেন। এসময় উপজেলা আওয়ামী সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এ কে এম নুরুল আমিন মাস্টারের ছেলে স্থানীয় যুবলীগ নেতা মো.সোহেল লোকজন দিয়ে তার (মোশারফ) ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

এসময় বাঁধা দিতে গেলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করেন সোহেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ব্যাপারে অভিযুক্ত সোহেল বলেন, তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তবে হামলার ঘটনা সত্য নয়।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগও করেন নি।

কাজল কায়েস/এফএ/পিআর

আরও পড়ুন