ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বন্ধ হচ্ছে সুনামগঞ্জের ৩ শুল্ক বন্দরের কার্যক্রম

প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১৩ মে ২০১৬

সরকারের রাজস্ব আয়ের অন্যতম ভাণ্ডার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিনটি শুল্ক বন্দর (বড়ছড়া-চারাগাও-বাগলী)। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এই তিন বন্দরের কয়লা আমদানি কার্যক্রম।

সূত্রে জানা যায়, ভারতীয় অভ্যন্তরীণ কারণে আগামী ১৫ মে (রোববার) থেকে উক্ত বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি কার্যক্রম বন্ধ থাকবে। এতে বেকার হয়ে পড়বে ৮ শতাধিক আমদানিকারক ও বন্দর সংশ্লিষ্ট অর্ধ লক্ষাধিক শ্রমিক।

Sunamgong

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার ও কোষাধ্যক্ষ জাহের আলী ভারতীয় রফতানিকারকদের বরাত দিয়ে জানান, ভারতীয় অভ্যন্তরীণ কারণে আগামী রোববার থেকে বন্দর তিনটির আমদানি কার্যক্রম বন্ধ থাকবে।

তারা আরও জানান, কবে নাগাদ আমদানি কার্যক্রম চালু হবে তা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না ওপারের ব্যবসায়ীরা।

Sunamgong

উল্লেখ্য, ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) নামে একটি পরিবেশবাদী সংগঠন পরিবেশ বিপর্যয়জনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৪ মে ভারতীয় আদালতে একটি মামলা দায়ের করে। এরপর ১৬ মে থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করলে এই তিনটি বন্দরসহ সিলেটের দুুটি বন্দর দিয়ে কয়লা আমদানি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

এদিকে, প্রায় ১১ মাস বন্ধ থাকার পর ২০১৫ সালের ১০ ও ১১ জানুয়ারি দুই দিন কয়লা রফতানি করে আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে একই বছরের ১৫ এপ্রিল চালুর পর ১ জুলাই থেকে ৩য় বারের মতো বন্ধ হয়ে যায় বন্দর তিনটির কার্যক্রম। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারি মাসে চালুর পর আগামী ১৫ মে থেকে আবার বন্ধ হয়ে যাচ্ছে বন্দরের কার্যক্রম।
 
এসএস/পিআর

আরও পড়ুন