ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘এ অর্জন আমার মায়ের’

প্রকাশিত: ০৬:০২ এএম, ১৩ মে ২০১৬

‘আমার মা মানুষের বাড়িতে কাজ করেন। তার অনেক কষ্টার্জিত টাকা দিয়ে আমাদের সংসার ও আমার পড়াশোনা চলে। মা লোকর বাড়িতে কাজ করে আমাকে এ প্লাস পাইয়েছে। এ অর্জন আমার মায়ের’। এভাবেই নিজের মনের কথাগুলো জানালেন এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস পাওয়া পাপিয়া আক্তার।

পাপিয়া উপজলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের জটারপাড়া গ্রামের মৃত জালল উদ্দিনের মেয়ে। ২০১০ সালে তার বাবা  ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকেই শুরু হয় তাদের মা-মেয়ের জীবন সংগ্রাম। তার মা অন্যের বাড়িতে কাজ করে সেটুকু দিয়েই মেয়েকে লেখাপড়া করিয়েছেন। আর আজ মেয়েও রেখেছে তার মর্জাদা।

ভাতঘরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, পাপিয়া এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস পেয়েছে। সে দারিদ্রকে হার মানিয়েছে। তাকে একটু সাহায্য করা হলেই সে একদিন দেশের জন্য বড় কিছু করে দেখাতে পারবে বলে আমার বিশ্বাস।

পাপিয়ার মা মোমেনা বেগম আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমার দুই ছেলে আলাদা থাকে। পরের বাড়িতে কাজ করে মেয়েকে এ পর্যন্ত লেখাপড়া শিখিয়েছি। অর্থের অভাবে মেয়ের উচ্চ শিক্ষার দরজা এবার হয়তো বন্ধ হয়ে যাবে। এই সমাজের মানুষরা কি কেউ আমার মেয়েকে সাহায্য করতে এগিয়ে আসবে না।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

আরও পড়ুন