ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে হোটেল থেকে যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮:০০ এএম, ১৩ মে ২০১৬

সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় আবাসিক হোটেল থেকে চুমকি নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হোটেল কক্ষের দরজা ভেঙে ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাহিন ইসলাম নামে এক যুবক ওই নারীকে নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে শহরের পুরাতন বাসস্টেশন এলাকার আল-হেলাল হোটেলের ১০১ নং কক্ষ ভাড়া নেয়। শুক্রবার সকালে স্বামী পরিচয়দানকারী যুবক নাস্তা করার কথা বলে পালিয়ে যায়। ডায়েরিতে ঠিকানা উল্লেখ করা হয়েছে পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা। তাদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর আলামত সংগ্রহে পুলিশ কাজ করছে।

এদিকে, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস/পিআর

আরও পড়ুন