স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে চুক্তি অনুমোদন
ফাইল ছবি
দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) সই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ চুক্তি সই করতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করা হয়। মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হচ্ছে, যার মেয়াদ ২০২৫ সালের মার্চে শেষ হবে।
আরও পড়ুন
এ কারণে কোটেশন আহ্বানের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২৭টি প্রতিষ্ঠানের কাছে এমএসপিএ স্বাক্ষরের সম্মতি নিতে পাঠানো হলে ১৩ ফেব্রুয়ারি মধ্যে ২৫টি প্রতিষ্ঠান সম্মতি দেয়। ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম সপ্তাহ থেকে ক্রয় প্রক্রিয়া শুরুর জন্য পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ এর আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির লক্ষ্যে সম্মতি দেওয়া ২৫টি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার এমএসপিএ স্বাক্ষরের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে।
সম্মতি দেওয়া ২৫টি প্রতিষ্ঠান হলো- সিঙ্গাপুরের এসইএফই মার্কেটিং আন্ড ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সিনোকেম ইন্টারন্যাশনাল ওয়েল প্রাইভেট লিমিটেড, ইউনিপেগ সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেড, গ্লেনকোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, এমিরেটস ন্যাশনাল ওয়েল কো. এবং পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর।
আরও পড়ুন
এ তালিকায় আরও রয়েছে- সুইজারল্যান্ডের ডিএক্সটি কমডিটিস এসএ, মারকুরিয়া এনার্জি ট্রেডিং এসএ, টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড, এমইটি ইন্টারন্যাশনাল এজি, সু এসওসিএআর ট্রেডিং এসএ, ইউএইয়ের বিজিএন ইন্টারন্যাশনাল ডিএমসিসি, ওকিউ ট্রেডিং, সেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন, হংকংয়ের ওয়াইলুন পেট্রোলিয়াম গ্যাস, জাপানের জেইআরএ কোং ইনকরপোরেশন, ইউএসএর এক্সেলারেট এনার্জি এলপি, জার্মানির ইউনিপার গ্লোবাল কমডিটিস এবং কাতারের কাতার এনার্জি ট্রেডিং এলএলসি।
এমএএস/এমকেআর