ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

উত্থান ধারায় ফিরেছে শেয়ারবাজার

প্রকাশিত: ১০:১৪ এএম, ২৭ জুন ২০১৬

দীর্ঘদিন দরপতনের পর উত্থান ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দিনের মাঝামাঝি সময়ে সূচক সামান্য পতন হলেও দিন শেষে উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১২ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট, যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৬৫ কোটি টাকা।
 
ডিএসইতে মোট ৩২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২০৫টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৮৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে।
 
সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৬৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।

এসআই/জেএইচ/এমএম

আরও পড়ুন