ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্যমেলায় সেভয়ের প্যাভিলিয়নে ভিড়

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩

শীতের তীব্রতার মধ্যেই শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। প্রথম দিকে ক্রেতা-দর্শনার্থী ছিল কম। তবে শেষের দিকে এসে জমে উঠেছে মেলা। কমে এসেছে শীতের তীব্রতা। ফলে চাহিদা বেড়েছে আইসক্রিমের। রোদে ক্লান্ত হয়ে ঘোরাঘুরির পর আইসক্রিম কিনে খাচ্ছেন ক্রেতারা।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ‘সেভয় আইসক্রিম’র প্যাভিলিয়নে গিয়ে দেখা যায় মানুষের ভিড়।

জানা যায়, প্যাভিলিয়নটিতে শাহী ক্ষীর আইসক্রিম ৬০ টাকা, কুকিজ অ্যান্ড ক্রিম আইসক্রিম ২০০ টাকা, অরেঞ্জ ব্লাস্ট আইসক্রিম ১৫০ টাকা, ক্যারট ডিলাইট আইসক্রিম ১৫০ টাকা, ভেনিলা ক্লাসিক আইসক্রিম ১০০ টাকা, ম্যাংগো ম্যানিয়া আইসক্রিম ১০০ টাকা, ক্ষীর মালাই আইসক্রিম ৩০০ টাকা, পেনাট বাটার আইসক্রিম ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

jagonews24

আরও পড়ুন: বাণিজ্যমেলায় শেষ সময়ে কোট-ব্লেজারে অফারের ছড়াছড়ি

আসিফ নামে এক আইসক্রিমপ্রেমী বলেন, আজ কয়েক দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। তাই একটু ঠান্ডা হতে আইসক্রিম খাচ্ছি।

আফিয়া আক্তার নামের এক কলেজছাত্রী বলেন, যারা আইসক্রিম খেতে ভালোবাসেন, তারা আইসক্রিম দেখে লোভ সামলাতে পারেন না। তাদের মধ্যে আমিও একজন। তাই বিভিন্ন আইসক্রিমের স্বাদ নিতে স্যাভয়ের প্যাভিলিয়নে চলে এলাম।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় প্রাণের কফি হাউজে ভোজনরসিকদের ভিড়

আয়েশা সিদ্দিকা নামে আরেক নারী বলেন, ঠান্ডা-গরম বুঝি না, বড় কথা হলো, আইসক্রিম খেতে আমার ভালো লাগে। তাই মেলায় প্রবেশ করে প্রথমেই আইসক্রিম কিনেছি।

প্যাভিলিয়নটির ইনচার্জ মো. রাসেল বলেন, মেলায় ম্যাংগো ম্যানিয়া আইসক্রিমটি বেশি বিক্রি হচ্ছে। মেলা উপলক্ষে আমাদের প্যাভিলিয়ন থেকে যারা আইসক্রিম কিনবেন তাদের জন্য একটি করে কুপন রয়েছে। এই কুপন দিয়ে ক্রেতারা খেলার মাধ্যমে বিভিন্ন পুরস্কার জিততে পারবেন। এছাড়া যারা আমাদের এখান থেকে আইসক্রিম কিনে ফেসবুকে পোস্ট করবেন, সর্বোচ্চ ভিউয়ের ভিত্তিতে প্রতি সপ্তাহে একজনকে পুরষ্কার দেওয়া হয়।

আরও পড়ুন: আরএফএলের পাইপ অ্যান্ড ফিটিংসে ১৫ শতাংশ ছাড়

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হচ্ছে বাণিজ্যমেলা। ৩১ জানুয়ারি মেলার পর্দা নামার কথা রয়েছে।

jagonews24

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চালু থাকছে। এবার মেলায় প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিটও কেনা যাচ্ছে।

রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/জিকেএস