ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

অমর একুশে বইমেলায় নাসিম সাহনিকের দুটি বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২১ পিএম, ১১ মার্চ ২০২২

অমর একুশে বইমেলায় নাসিম সাহনিকের দুটি বই প্রকাশিত হয়েছে। এর একটি উপন্যাস এবং অপরটি বৈজ্ঞানিক কল্পকাহিনি।

উপন্যাসের কাহিনিতে দেখা যায়, নন্দিনীর পছন্দ নীল আকাশ আর শুভ্র মেঘ। শুভর পছন্দ সবুজ প্রকৃতি আর হলুদ সরিষা ক্ষেত। দুজনের প্রথম দেখা হলো সবুজ এক গ্রামে। সরিষা ক্ষেতে। নন্দিনীর পরনে ছিল হলুদ শাড়ি আর ওর হাতজুড়ে ছিল চুড়ি। শুভ আর নন্দিনীর প্রেমময় জীবন নিয়েই এই উপন্যাস।

নাসিম সাহনিকের নতুন এই উপন্যাসটির নাম ‘সবুজ ঘ্রাণ ও নন্দিনী’। প্রকাশ করেছে ক্রোমো প্রকাশন। পরিবেশনায় হাওলাদার প্রকাশনী।

বৈজ্ঞানিক কল্পকাহিনীর কাহিনিতে দেখা যায়, ভবিষ্যতের কোনো এক সময়ে পৃথিবীতে মহামারি আকারে দেখা দিয়েছে ভাইরাস সংক্রমণ। এই ভাইরাস সংক্রমণের উৎস কি ? কিভাবে মানবজাতি মুক্তি পাবে এই ভাইরাসের হাত থেকে তা নিয়ে দারুণ একটি বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক গ্রন্থ হচ্ছে ‘ভাইর্যাল ওয়ার্ল্ড’। এটি প্রকাশ করেছে করেছে অয়ন প্রকাশনী। বইটির মূল্য ১৫০ টাকা।

উল্লেখ্য, লেখক নাসিম সাহনিকের প্রায় ত্রিশটির অধিক বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং বিশটির অধিক উপন্যাস প্রকাশিত হয়েছে।

এমএমএফ/জিকেএস

আরও পড়ুন