ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সমালোচনার মাঝেও বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের ‘দ্য রাজাসাব’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:৩০ পিএম, ১১ জানুয়ারি ২০২৬

 

নতুন বছরটা বড়পর্দায় শুরু করলেন দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাস। মারুতি পরিচালিত তার নতুন সিনেমা ‘দ্য রাজাসাব’ মুক্তি পেয়েছে গত ৯ জানুয়ারি। ফ্যান্টাসি হরর-কমেডি ঘরানার এ সিনেমাটি একযোগে তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষায় বিশ্বের প্রায় ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

মুক্তির পরপরই সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়ে সিনেমাটি। দুর্বল চিত্রনাট্য, গল্পে সংহতির অভাব এবং অযথা টেনে নেওয়া বর্ণনা-সব মিলিয়ে সিনেমাটিকে গড়পড়তা বলেই আখ্যা দিয়েছেন অনেকেই। যদিও প্রভাসের অভিনয় নিয়ে প্রশংসা শোনা গেছে বেশ কিছু মহলে।

ডেকান ক্রনিকলের সমালোচক বি.ভি.এস. প্রকাশ পাঁচে দুই রেটিং দিয়ে সিনেমাটিকে হালকা গল্প, সেকেলে কৌতুক ও অসামঞ্জস্যপূর্ণ নির্মাণশৈলীর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। দ্য স্টেটসম্যানের মিতালি গৌতমও দিয়েছেন একই রেটিং। তার মতে, হিপনোটিজম থিমকে ঘিরে কিছু এলোমেলো ভাবনার জোড়াতালি বলেই মনে হয়েছে ‘দ্য রাজাসাব’কে।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র স্বরূপ কোদুরের ভাষায়, সিনেমাটি নিজের শক্তিশালী মূল ভাবনাটিকেই ঠিকভাবে কাজে লাগাতে পারেনি। এনডিটিভির শৈবাল চ্যাটার্জি তো একে আখ্যা দিয়েছেন ‘রাজকীয় জগাখিচুড়ি’। হিন্দুস্তান টাইমস ও বলিউড হাঙ্গামাও সিনেমাটিকে পাঁচে দুই রেটিং দিয়েছে।

তবে সমালোচনার ঝড়ের মধ্যেও বক্স অফিসে দুর্দান্ত শুরু করেছে ‘দ্য রাজাসাব’। বলি মুভি রিভিউজের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি রুপি (নিট) এবং দ্বিতীয় দিনে ২৫ কোটি রুপি (নিট)। ফলে ভারতে দুই দিনে আয় দাঁড়িয়েছে ৭৯ কোটি রুপি। বিশ্বব্যাপী এ সময়ে সিনেমাটির মোট আয় ১৩৮ কোটি রুপি (গ্রস), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৬ কোটি ৭৮ লাখ টাকা।

অন্যদিকে ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা সংস্থা ‘স্যাকনিল্ক’ জানিয়েছে, দুই দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ৯০ দশমিক ৭৩ কোটি রুপি (নিট) এবং বিশ্বব্যাপী গ্রস আয় ১৩৮ দশমিক ৪ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮৭ কোটি ৩২ লাখ।

প্রভাস ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনান ও ঋদ্ধি কুমার। ‘বেসি’ চরিত্রে দেখা গেছে নিধি আগারওয়ালকে। তিনি বলেন, শুটিং সেটে পাওয়া আনন্দ ও স্বাচ্ছন্দ্য তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা।

আরও পড়ুন:
প্রভাসের সিনেমার প্রভাবে রণবীরের ‘ধুরন্ধর’র গতি কমেছে 
বুকে ‘কাপুর’ লিখে নজর কাড়লেন আলিয়া 

৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি প্রযোজনা করেছেন টি. জি. বিশ্ব প্রসাদ। মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে ‘দ্য রাজাসাব’ আয় করেছিল ২০৭ কোটি রুপি। এখন দেখার বিষয়, সমালোচনার চাপ সামলে সিনেমাটি বক্স অফিসে কতদূর যেতে পারে।

এমএমএফ

আরও পড়ুন