বুকে ‘কাপুর’ লিখে নজর কাড়লেন আলিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১২ এএম, ১১ জানুয়ারি ২০২৬
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বলিউডে খান-বচ্চনদের দাপট থাকলেও ‘রাজতন্ত্র’ বলতে আজও কাপুর পরিবারকেই এগিয়ে রাখেন অনেকে। কিংবদন্তি রাজ কাপুরের উত্তরাধিকার বয়ে নিয়ে চলা এই পরিবারের একমাত্র বউমা আলিয়া ভাট এরই মধ্যে শ্বশুরবাড়ির মন জয় করে নিয়েছেন। কাজের পাশাপাশি সংসার সামলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার এক ঝলক স্টাইলেই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই তার পোশাক ঘিরে শুরু হয় চর্চা। ছিমছাম মেকআপ ও রুচিশীল স্টাইলের সঙ্গে যে শার্টটি তিনি পরেছিলেন, সেটির বুকের কাছে সাদা সুতোয় নকশা করে লেখা ছিল ‘কাপুর’। এই ছোট্ট কিন্তু অর্থবহ স্টাইল স্টেটমেন্টই মুহূর্তে নজর কাড়ে উপস্থিত সকলের।

অনুরাগীদের চোখ এড়ায়নি সেই ‘কাপুর’ লেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আলিয়াকে কাপুর পরিবারের ‘কুইন’ বলে আখ্যা দেন। কেউ কেউ বলেন, সাজপোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ির প্রতি নিজের ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন আলিয়া।

এর আগেও কাপুর পরিবারের প্রতি আলিয়ার টান বারবার দেখা গেছে। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে তার সখ্যতা, পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি কিংবা কাজের ফাঁকে পরিবারের জন্য সময় বের করে নেওয়া-সব মিলিয়েই তিনি হয়ে উঠেছেন কাপুরদের নয়নমণি। সিনেমা, প্রযোজনা সংস্থা আর শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সংসার সামলাতে তিনি যে কতটা সচেতন, তা নিয়েও প্রশংসা কম নয়।

আরও পড়ুন:
বিটকয়েন কেলেঙ্কারিতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে আবারও তলব
বিজয়ের ‘জন নয়াগন’ মুক্তিতে সবুজ সংকেত

আর এবার স্বামীর পদবি লেখা শার্ট পরে আলিয়া যেন স্টাইলেই জানিয়ে দিলেন-তিনি শুধু কাপুর পরিবারের বউমাই নন, সেই পরিবারের গর্বিত অংশও।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।