জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি: নুসরাত ফারিয়া
কারাগার থেকে জামিনে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি অভিনেত্রী নুসরাত ফারিয়া। মা ফেরদৌসী বেগমের সঙ্গে বাড়ি ফিরেছেন তিনি। বাসায় ফিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।’
তিনি আরও লিখেছেন, ‘আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট, ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।’
কারাগার থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার ফেসবুক পেজ থেকে অনুরাগীদের একটি বার্তা দেওয়া হয়। সেখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, ‘সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে।’
হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল সোমবার আদালত থেকে কারাগারে পাঠানো হয়। পরে আজ সকালে আদালত তার জামিন মঞ্জুর করেন। দুপুর ১২টার দিকে জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই শেষে ফারিয়াকে মা ফেরদৌসী বেগমের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
গত রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার কাগজপত্রের তথ্য বলছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)।
গত ৩ মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলার দুই সপ্তাহ পর গ্রেফতার করা হয় নুসরাতকে।
এমআই/আরএমডি/এমএস
টাইমলাইন
- ০৭:৩১ পিএম, ২০ মে ২০২৫ জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি: নুসরাত ফারিয়া
- ০৫:৩৯ পিএম, ২০ মে ২০২৫ কারাগার থেকে মায়ের সঙ্গে বাড়ি ফিরছেন বিমর্ষ ফারিয়া
- ০৮:৫৪ পিএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়াকে গ্রেফতার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে
- ০৫:০৮ পিএম, ১৯ মে ২০২৫ মেয়ের সঙ্গে আদালতে দেখা করতে পারেননি ফারিয়ার মা
- ০২:০৮ পিএম, ১৯ মে ২০২৫ পরিবারের জন্য দোয়া চাইলেন নুসরাত ফারিয়া
- ০২:০৭ পিএম, ১৯ মে ২০২৫ এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন
- ০১:৫৬ পিএম, ১৯ মে ২০২৫ ফোকাস নষ্ট কইরেন না, ফারিয়ার গ্রেফতারে সরকারের উদ্দেশে জীবন
- ০১:৩১ পিএম, ১৯ মে ২০২৫ কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া
- ০১:২৮ পিএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়া গ্রেফতারে নিপুনের প্রতিবাদ
- ১২:৫৩ পিএম, ১৯ মে ২০২৫ মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১২:২০ পিএম, ১৯ মে ২০২৫ ফ্যাসিস্টের সহযোগী বলায় কাঠগড়ায় কাঁদলেন নুসরাত ফারিয়া
- ১১:৪৮ এএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা
- ১১:২৯ এএম, ১৯ মে ২০২৫ কাঠগড়ায় নীরব ছিলেন নুসরাত ফারিয়া
- ১০:৩৩ এএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ
- ১০:০৩ এএম, ১৯ মে ২০২৫ আদালতের হাজতখানায় নুসরাত ফারিয়া
- ০৫:৫৭ পিএম, ১৮ মে ২০২৫ হত্যা মামলায় ফারিয়াকে দেখানো হবে গ্রেফতার, চাওয়া হতে পারে রিমান্ড
- ০৫:০৮ পিএম, ১৮ মে ২০২৫ ডিবিতে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ
- ০৪:২৪ পিএম, ১৮ মে ২০২৫ আরজে থেকে যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
- ০৩:৪২ পিএম, ১৮ মে ২০২৫ নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে
- ০২:৫৪ পিএম, ১৮ মে ২০২৫ বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক