ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিবিতে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৮ মে ২০২৫

হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার (১৮ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়েন এ অভিনেত্রী। পরে তাকে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এরপর তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জাগো নিউজকে জানিয়েছেন, নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে ডিবিতে নেওয়া হয়েছে। তাকে এখনো ভাটারা থানায় হস্তান্তর করা হয়নি।

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে নুসরাত ফারিয়ার ২০১৫ সালে বড় পর্দায় অভিষেক হয়। এরপর ২০২৩ সালে শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও একই দিন রাত ১২টার দিকে অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরদিন ৭ ফেব্রুয়ারি বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।

কেআর/এমকেআর/জিকেএস

টাইমলাইন

  1. ০৭:৩১ পিএম, ২০ মে ২০২৫ জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি: নুসরাত ফারিয়া
  2. ০৫:৩৯ পিএম, ২০ মে ২০২৫ কারাগার থেকে মায়ের সঙ্গে বাড়ি ফিরছেন বিমর্ষ ফারিয়া
  3. ০৮:৫৪ পিএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়াকে গ্রেফতার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে
  4. ০৫:০৮ পিএম, ১৯ মে ২০২৫ মেয়ের সঙ্গে আদালতে দেখা করতে পারেননি ফারিয়ার মা
  5. ০২:০৮ পিএম, ১৯ মে ২০২৫ পরিবারের জন্য দোয়া চাইলেন নুসরাত ফারিয়া
  6. ০২:০৭ পিএম, ১৯ মে ২০২৫ এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন
  7. ০১:৫৬ পিএম, ১৯ মে ২০২৫ ফোকাস নষ্ট কইরেন না, ফারিয়ার গ্রেফতারে সরকারের উদ্দেশে জীবন
  8. ০১:৩১ পিএম, ১৯ মে ২০২৫ কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া
  9. ০১:২৮ পিএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়া গ্রেফতারে নিপুনের প্রতিবাদ
  10. ১২:৫৩ পিএম, ১৯ মে ২০২৫ মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  11. ১২:২০ পিএম, ১৯ মে ২০২৫ ফ্যাসিস্টের সহযোগী বলায় কাঠগড়ায় কাঁদলেন নুসরাত ফারিয়া
  12. ১১:৪৮ এএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা
  13. ১১:২৯ এএম, ১৯ মে ২০২৫ কাঠগড়ায় নীরব ছিলেন নুসরাত ফারিয়া
  14. ১০:৩৩ এএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ
  15. ১০:০৩ এএম, ১৯ মে ২০২৫ আদালতের হাজতখানায় নুসরাত ফারিয়া
  16. ০৫:৫৭ পিএম, ১৮ মে ২০২৫ হত্যা মামলায় ফারিয়াকে দেখানো হবে গ্রেফতার, চাওয়া হতে পারে রিমান্ড
  17. ০৫:০৮ পিএম, ১৮ মে ২০২৫ ডিবিতে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ
  18. ০৪:২৪ পিএম, ১৮ মে ২০২৫ আরজে থেকে যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
  19. ০৩:৪২ পিএম, ১৮ মে ২০২৫ নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে
  20. ০২:৫৪ পিএম, ১৮ মে ২০২৫ বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক