ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আদালতের হাজতখানায় নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৩ এএম, ১৯ মে ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। সোমবার (১৯ মে) ভোরে তাকে রাজধানীর ভাটারা থানা থেকে আদালতে আনা হয়। এদিন আদালতে গ্রেফতার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আবেদন করবে পুলিশ।

গতকাল রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পীকে আসামি করা হয়। গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকাকে।

রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩ সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সাড়া ফেলে দেন তিনি। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন।

এমআইএন/জেএইজ/জেআইএম

টাইমলাইন

  1. ০৭:৩১ পিএম, ২০ মে ২০২৫ জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি: নুসরাত ফারিয়া
  2. ০৫:৩৯ পিএম, ২০ মে ২০২৫ কারাগার থেকে মায়ের সঙ্গে বাড়ি ফিরছেন বিমর্ষ ফারিয়া
  3. ০৮:৫৪ পিএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়াকে গ্রেফতার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে
  4. ০৫:০৮ পিএম, ১৯ মে ২০২৫ মেয়ের সঙ্গে আদালতে দেখা করতে পারেননি ফারিয়ার মা
  5. ০২:০৮ পিএম, ১৯ মে ২০২৫ পরিবারের জন্য দোয়া চাইলেন নুসরাত ফারিয়া
  6. ০২:০৭ পিএম, ১৯ মে ২০২৫ এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন
  7. ০১:৫৬ পিএম, ১৯ মে ২০২৫ ফোকাস নষ্ট কইরেন না, ফারিয়ার গ্রেফতারে সরকারের উদ্দেশে জীবন
  8. ০১:৩১ পিএম, ১৯ মে ২০২৫ কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া
  9. ০১:২৮ পিএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়া গ্রেফতারে নিপুনের প্রতিবাদ
  10. ১২:৫৩ পিএম, ১৯ মে ২০২৫ মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  11. ১২:২০ পিএম, ১৯ মে ২০২৫ ফ্যাসিস্টের সহযোগী বলায় কাঠগড়ায় কাঁদলেন নুসরাত ফারিয়া
  12. ১১:৪৮ এএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা
  13. ১১:২৯ এএম, ১৯ মে ২০২৫ কাঠগড়ায় নীরব ছিলেন নুসরাত ফারিয়া
  14. ১০:৩৩ এএম, ১৯ মে ২০২৫ নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ
  15. ১০:০৩ এএম, ১৯ মে ২০২৫ আদালতের হাজতখানায় নুসরাত ফারিয়া
  16. ০৫:৫৭ পিএম, ১৮ মে ২০২৫ হত্যা মামলায় ফারিয়াকে দেখানো হবে গ্রেফতার, চাওয়া হতে পারে রিমান্ড
  17. ০৫:০৮ পিএম, ১৮ মে ২০২৫ ডিবিতে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ
  18. ০৪:২৪ পিএম, ১৮ মে ২০২৫ আরজে থেকে যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
  19. ০৩:৪২ পিএম, ১৮ মে ২০২৫ নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে
  20. ০২:৫৪ পিএম, ১৮ মে ২০২৫ বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক