রেডিও বিক্রমপুরের কার্যক্রম পরিদর্শন করলেন তথ্য সচিব
মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় কমিউনিটি রেডিও বিক্রমপুরের কার্যক্রম পরিদর্শন করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মর্তুজা আহমেদ। গতকাল সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টায় তিনি রেডিও বিক্রমপুরে যান।
সেখানে সভাকক্ষে এক মতবিনিময় সভায় কমিউনিটি রেডিওর করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন তিনি। এবং পরবর্তীতে কার্যালয় ঘুরে দেখেন এবং একটি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় তথ্য সচিবের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নাসিরউদ্দিন আহমেদ, রেডিও বিক্রমপুরের পরিচালক শাহাদাত কামাল প্রমুখ।
ভবতোষ চৌধুরী নুপুর/এলএ/এবিএস