ইন্দিরা থেকে খালেদা: দক্ষিণ এশিয়ার নারী শাসকদের উত্থান-পতন
ইতিহাসজুড়ে প্রায় ৯০-১০০ জনের কাছাকাছি নারী রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বে এসেছেন। তবে বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ায় নারী নেতৃত্বের ইতিহাস আশ্চর্যজনকভাবে সমৃদ্ধ। যে অঞ্চলকে প্রথাগতভাবে পুরুষতান্ত্রিক বলা হয়, সেখানে স্বাধীনতার পর থেকেই একের পর এক নারী উঠে এসেছেন দেশের সর্বোচ্চ দায়িত্বে। কেউ রাজবংশের উত্তরাধিকার হিসেবে, কেউ সংগ্রাম আর ত্যাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ হয়ে।
প্রাচীনকালে সুমেরের রানী কুবাবা, মিশরের ফারাও হাতশেপসুত, মিশরের শেষ ফারাও ক্লিওপেট্রা থেকে শুরু করে ভারতের ইন্দিরা গান্ধী, বাংলাদেশের খালেদা জিয়া, শেখ হাসিনা, পাকিস্তানের বেনজির ভুট্টো থেকে শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গা-তাদের জীবনকথা দক্ষিণ এশিয়ার রাজনীতির ইতিহাসে একদিকে যেমন শক্তি ও দৃঢ়তার প্রতীক, অন্যদিকে আছে চড়াই-উতরাই, বিতর্ক, এমনকি ট্র্যাজেডির ছোঁয়াও।
সুমেরের রানী কুবাবা: বিশ্বের প্রথম স্বীকৃত নারী শাসকদের একজন
সুমেরের রানী কুবাবা (প্রায় খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ) ছিলেন বিশ্বের প্রথম স্বীকৃত নারী শাসকদের একজন। সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি কিশ নগররাষ্ট্র শাসন করেন। তার সময়ে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধির কথা কিংবদন্তিতে পাওয়া যায়। পুরুষতান্ত্রিক সমাজে নারী হয়েও তিনি কার্যকর প্রশাসন পরিচালনা করেন যা পরবর্তী সময়ে তাকে এক ব্যতিক্রমী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে।
ক্লিওপেট্রা: রূপ-বুদ্ধিমত্তা সব দিক থেকে এগিয়ে
অন্যদিকে ক্লিওপেট্রা সপ্তম ছিলেন প্রাচীন মিশরের শেষ ফারাও (খ্রিস্টপূর্ব ৫১-৩০)। বুদ্ধিমত্তা, কূটনীতি ও ভাষাজ্ঞানের জন্য তিনি বিখ্যাত। জুলিয়াস সিজার ও মার্ক অ্যান্টনির সঙ্গে জোট তৈরি করে রোমের প্রভাব মোকাবিলার চেষ্টা করেন। কিন্তু অ্যাকটিয়ামের যুদ্ধে পরাজয়ের পর তার সাম্রাজ্য রোমের অধীনে চলে যায়। শেষ পর্যন্ত আত্মহত্যার মধ্য দিয়ে তার জীবনের সমাপ্তি ঘটে। ইতিহাসে তিনি শক্তিশালী, কৌশলী এবং ট্র্যাজিক এক নারী শাসক হিসেবে স্মরণীয়।
ইন্দিরা গান্ধী: ‘আয়রন লেডি’র উত্থান ও বিতর্ক
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বের প্রতীকী নাম। ১৯৬৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে শুরু হয় তার রাজনৈতিক উত্থান। তিনি ছিলেন দৃঢ়চেতা, সিদ্ধান্তে আপসহীন এবং আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত আত্মবিশ্বাসী এক নেতা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ইতিহাসে জায়গা করে নিয়েছে। লাখো শরণার্থীকে আশ্রয় দেওয়া, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা এবং শেষ পর্যন্ত ভারতীয় সামরিক হস্তক্ষেপ সবকিছু মিলিয়ে ইন্দিরা গান্ধী পরিণত হন এক প্রভাবশালী বৈশ্বিক নেতায়।
তবে তার নেতৃত্ব ছিল বিতর্কহীন নয়। ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে নাগরিক অধিকার সীমিত করা, রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার এবং গণমাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তাকে স্বৈরশাসকের আসনে বসিয়েছিল। আবার ১৯৮৪ সালে শিখ বিদ্রোহ দমনে অমৃতসরের স্বর্ণমন্দিরে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত তার চরম জনপ্রিয়তা ও তীব্র সমালোচনা দুই-ই বয়ে আনে। সেই সিদ্ধান্তের প্রতিশোধেই তার দেহরক্ষীর গুলিতে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। ইন্দিরা গান্ধীর জীবন যেন এক নাটকীয় রাজনৈতিক মহাকাব্য যেখানে নারীর নেতৃত্ব যেমন শক্ত হাতে ক্ষমতা ব্যবহার করতে পারে, তেমনি রাজনৈতিক সিদ্ধান্তের দায়ও শেষ পর্যন্ত তাকেই নিতে হয়।
বেনজির ভুট্টো: আশা, প্রতিরোধ ও ট্র্যাজেডি
পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ছিলেন দক্ষিণ এশিয়ায় নারী নেতৃত্বের এক আলাদা অধ্যায়। সামরিক শাসকের বিরুদ্ধে সংগ্রামে তার উত্থান, নির্বাসন ও কারাবাসের অভিজ্ঞতা তাকে জনতার নেতা হিসেবে প্রতিষ্ঠা দেয়। ১৯৮৮ সালে মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে মুসলিম বিশ্বের প্রথম গণতান্ত্রিক নারী রাষ্ট্রপ্রধান হওয়ার বিরল সম্মান পান তিনি।
বেনজির ভুট্টোর নেতৃত্ব পাকিস্তানে গণতন্ত্রের প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হলেও, তার সরকার দুর্নীতির অভিযোগে বারবার বিতর্কে জড়ায়। রাজনৈতিক প্রতিপক্ষের বিধ্বংসী প্রচারণা, সেনাবাহিনীর প্রভাব, ধর্মীয় উগ্রবাদের উত্থান সব মিলিয়ে তার রাজনৈতিক পথ কখনোই সহজ ছিল না। ২০০৭ সালে নির্বাচনকে সামনে রেখে দেশে ফেরার পর জনসভায় আত্মঘাতী হামলায় তার মৃত্যু পাকিস্তানের রাজনীতিতে এক গভীর শূন্যতা তৈরি করে। বেনজির দেখিয়ে গেছেন নারী হয়েও বড় রাজনৈতিক বিপ্লবের নেতৃত্ব দেওয়া যায়, কিন্তু একইসঙ্গে এ অঞ্চল কতটা ঝুঁকিপূর্ণ রাজনৈতিক মঞ্চ, তারও নির্মম স্মারক তিনি।
চন্দ্রিকা কুমারাতুঙ্গা: গৃহযুদ্ধের ছায়ায় নেতৃত্ব
শ্রীলঙ্কার প্রথম নারী রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গার উত্থানও পারিবারিক রাজনীতির ধারাবাহিকতা থেকে। তার মা সিরিমাভো বন্দরানায়েকে ছিলেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। চন্দ্রিকার শাসনামলে একদিকে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়, অন্যদিকে তামিল বিদ্রোহীদের সহিংসতা ও গৃহযুদ্ধের বাস্তবতায় তাকে নিতে হয়েছে কঠিন সিদ্ধান্ত। আত্মঘাতী হামলায় এক চোখ হারিয়েও তিনি রাজনীতি ছাড়েননি এই দৃঢ়তাই তার নেতৃত্বের বৈশিষ্ট্য। তবে শ্রীলঙ্কার জটিল জাতিগত সমস্যার সমাধান তার হাতেও পুরোপুরি সম্ভব হয়নি। তারপরও তিনি নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।
শেখ হাসিনা ও খালেদা জিয়া: একই দেশের দুই ধ্রুব বিপরীত
বাংলাদেশের রাজনীতি নারী নেতৃত্বের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণগুলোর একটি। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এই দুই নেত্রী প্রায় তিন দশক ধরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কেন্দ্রবিন্দুতে।
বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। সামরিক শাসনের অবসানের পর গণতন্ত্রের পুনরায় যাত্রায় তার ভূমিকা আলোচিত। আবার শিক্ষাখাতের বিস্তার, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে নীতিগত পদক্ষেপও ছিল তার সময়ের কাজের অংশ। তবে তার সরকারের বিরুদ্ধে দলীয়করণ, দুর্নীতি এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগও উঠে এসেছে। পরবর্তীতে মামলায় কারাবাস ও রাজনীতি থেকে দূরত্ব তৈরি হওয়ায় তার রাজনৈতিক জীবন নাটকীয় মোড় নেয়।
অন্যদিকে শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন, এরপর ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো রূপান্তর, ডিজিটালাইজেশনসহ নানা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন বলে সমর্থকেরা দাবি করেন। আবার মানবাধিকার, গণতন্ত্রচর্চা, বিরোধী দলের দমন, মতপ্রকাশের সীমাবদ্ধতা-এসব বিষয়ে সমালোচনাও রয়েছে ব্যাপকভাবে। সবশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে তার শাসনামলের পতন ঘটে।
এই দুই নেত্রীর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি অনেকটা দ্বিমেরু কাঠামোয় গড়ে উঠেছে, যা দেশের গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি এবং সামাজিক মনন সবকিছুর ওপর গভীর ছাপ ফেলেছে।
দক্ষিণ এশিয়ার নারী শাসকদের গল্প একদিকে অসাধারণ সাফল্যের, অন্যদিকে পুরোনো রাজনৈতিক কাঠামোর মধ্যে বন্দি সংগ্রামেরও। তাদের উত্থানে অনেক ক্ষেত্রে পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক উত্তরাধিকার বা ‘ডায়নাস্টি পলিটিক্স’ বড় ভূমিকা রেখেছে। ফলে সমালোচকেরা বলেন, এসব নেতৃত্ব নারীর রাজনৈতিক সক্ষমতার স্বীকৃতি নয়, বরং ক্ষমতাবান পরিবারগুলোর বংশগত প্রভাবের বহিঃপ্রকাশ।
তবু সত্য হলো এই নারীরা দেশের সর্বোচ্চ পদে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যুদ্ধ-সংকট-গণতন্ত্র-উন্নয়ন সবক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। তাদের কারণে দক্ষিণ এশিয়ার সাধারণ নারীও অন্তত কল্পনা করতে পেরেছে। রান্নাঘর বা সংসারের গণ্ডিই শেষ গন্তব্য নয়, রাষ্ট্রেরও দায়িত্ব নেওয়া যায়।
যারা ক্ষমতার শীর্ষে উঠেছেন, তাদের অনেকেরই পতন ছিল আলোড়নমুখর- কেউ নিহত হয়েছেন রাজনৈতিক সহিংসতায়, কেউ হারিয়েছেন ক্ষমতা সামরিক শাসন বা বিচারিক প্রক্রিয়ায়, কেউবা জনসমর্থন ধরে রাখতে পারেননি। এ অঞ্চল এখনো রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক সংস্কৃতি ও জবাবদিহির ক্ষেত্রে পিছিয়ে। ফলে নারী শাসকরাও পুরুষদের মতোই দলীয় বিরোধ, ষড়যন্ত্র, সামরিক হস্তক্ষেপ, এমনকি আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয়েছেন। নেতৃত্বের আসনে বসে তাদেরও শিখতে হয়েছে ক্ষমতা যেমন সম্মানের, তেমনি তা ঝুঁকিরও নাম।
প্রশ্ন হলো এই নারী শাসকরা কি সত্যিই নারীর ক্ষমতায়নের নতুন দিগন্ত খুলেছেন? নাকি কেবল পুরুষতান্ত্রিক রাজনীতিরই আরেকটি রূপ? উত্তর হয়তো মাঝামাঝি কোথাও। তাদের নেতৃত্ব প্রমাণ করেছে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নারী কোনো বিকল্প নন, বরং সিদ্ধান্ত গ্রহণকারী মূল চালিকাশক্তিও হতে পারেন। একই সঙ্গে এও পরিষ্কার রাজনৈতিক ব্যবস্থা যদি পরিবারকেন্দ্রিক, ক্ষমতাকেন্দ্রিক এবং সংঘাতপ্রবণ থাকে, তবে নেতা নারী হোক বা পুরুষ গণতন্ত্র ও রাষ্ট্রচালনায় অস্থিরতা থেকেই যাবে।
তবু দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই নারী নেত্রীরা এক অনন্য অধ্যায়। তাদের উত্থান একদিকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নারীর অবস্থানকে দৃশ্যমান করেছে, অন্যদিকে তাদের পতন মনে করিয়ে দেয় ক্ষমতা কখনো স্থায়ী নয়। ইন্দিরা থেকে খালেদা এই পথচলার গল্প তাই কেবল কয়েকজন নারীর ব্যক্তিগত জীবনের কাহিনি নয়; এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংস্কৃতি, সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার ইতিহাসও বটে।
আরও পড়ুন
বড়দিনের রাতে থেমে গিয়েছিল যুদ্ধ
আয়ু শেষ হলে জাহাজের ভাগ্যে কী ঘটে জানেন?
কেএসকে
টাইমলাইন
- ০৫:৫৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ শেষ আমলে ২০ হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছিলেন খালেদা জিয়া
- ০৫:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ভিড়
- ০৫:৩৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
- ০৫:৩২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে জাসদের গভীর শোক ও সমবেদনা
- ০৫:২৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের এক অবিচল অধ্যায় শেষ
- ০৫:২০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ পৈতৃক বাড়িতে নিজ হাতে রোপণ করা নিমগাছটি এখন শুধুই স্মৃতি
- ০৫:১৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলে নেওয়ার সময় শ্রদ্ধা জানানো যাবে
- ০৫:১৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যু, বুধবার কারখানা বন্ধ রাখার অনুরোধ বিকেএমইএর
- ০৫:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের শোক
- ০৪:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ শিক্ষার প্রসার-টেকসই উন্নয়ন ঘটে খালেদা জিয়ার আমলে
- ০৪:৪৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জাপা মহাসচিবের
- ০৪:৪৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার বাবার বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল
- ০৪:৩৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ ‘আমরা সবাই এতিম হয়ে গেছি’, শোক ও শপথে বিএনপির নারীনেত্রীরা
- ০৪:৩৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ পাঁচ বছরে খালেদা জিয়ার ৪৮৪ দিনই কেটেছে হাসপাতালের বিছানায়
- ০৪:২৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে একদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
- ০৪:১৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য
- ০৪:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ ইন্দিরা থেকে খালেদা: দক্ষিণ এশিয়ার নারী শাসকদের উত্থান-পতন
- ০৪:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া আজীবন জনসেবার এক অনন্য উত্তরাধিকার রেখে গেছেন
- ০৩:৫৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ গুলশান ও নয়াপল্টনে কালো পতাকা, দলীয় পতাকা অর্ধনমিত
- ০৩:৫৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া কখনো দেশ ও দেশের মানুষের প্রশ্ন থেকে সরে দাঁড়াননি
- ০৩:৪৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্স-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-ইইউ’র শোক
- ০৩:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ চরম সংকটেও অটল খালেদা জিয়ার ‘সংগ্রামী জীবন’
- ০৩:৩৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে প্রাণ-আরএফএল গ্রুপের শোক
- ০৩:৩৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ প্রবাসীদের কল্যাণে খালেদা জিয়ার যত উদ্যোগ
- ০৩:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা
- ০৩:১১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে
- ০৩:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের গভীর শোক
- ০২:৫৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার পথচলা: সংসদ থেকে কারাগার, অসুস্থতা থেকে মুক্তি
- ০২:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: ইরান
- ০২:৪৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ অভিভাবক হারালেন তারেক রহমান
- ০২:৪৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ এরশাদ থেকে হাসিনার আমল, খালেদা জিয়ার কারাজীবন
- ০২:৩৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে মমতা ব্যানার্জীর শোক প্রকাশ
- ০২:৩২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ দেশের মানুষই ছিল তার পরিবার, অস্তিত্ব: মাকে নিয়ে তারেক রহমান
- ০২:২৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত
- ০২:২৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে জাবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত
- ০২:১৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করে প্রজ্ঞাপন
- ০২:১৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার বিদায় দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি : আরিফিন শুভ
- ০২:১৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে বাংলা একাডেমির শোক
- ০২:১১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ ‘বিদেশে আমার কোনো ঠিকানা নেই, মরলে দেশের মাটিতেই মরবো’
- ০২:০৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে ২৫ বছর আগের স্মৃতিতে কাতর পটুয়াখালীবাসী
- ০২:০৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা
- ০২:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ বড় দুঃসময়ে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া : জয়া আহসান
- ০১:৩৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার নীরব সঙ্গী ছিলেন ফাতেমা বেগম
- ০১:৩০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার জানাজা ও দাফন সার্বিকভাবে সমন্বয় করবে সরকার
- ০১:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার দায় রয়েছে: আইন উপদেষ্টা
- ০১:১৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে যা লিখলেন মেহের আফরোজ শাওন
- ০১:১৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ গুলশানে জরুরি সভায় তারেক রহমান
- ০১:১৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোক
- ০১:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যু, ফেনীর মজুমদার বাড়িতে শোক সংবাদের মাইকিং
- ০১:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার আসনে নির্বাচনি কার্যক্রম চলবে: রিটার্নিং অফিসার
- ০১:০৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন শাকিব খান
- ০১:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবেন
- ০১:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার নেতৃত্ব, জনসেবা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে : বাঁধন
- ১২:৫৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস
- ১২:৫১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ বেগম খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসে এক দীপ্তিমান অধ্যায়
- ১২:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ চার মিনিটের ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা
- ১২:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া কখনো আপসের চোরাবালিতে যাননি: দুদু
- ১২:৪৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া কোটি কোটি মানুষের মনে বেঁচে থাকবেন: তমা মির্জা
- ১২:৪৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ রাজনীতিতে অনিচ্ছুক খালেদা জিয়া যেভাবে বিএনপির হাল ধরেন
- ১২:৪৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ এক মহাকাব্যিক সংগ্রামী জীবনের অবসান
- ১২:৪৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ সোশ্যাল মিডিয়া যেন শোকবই
- ১২:৪২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার বাদ জোহর
- ১২:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ারের সামনে মাদরাসার শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত
- ১২:৩৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া
- ১২:৩২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ স্বামীর পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া
- ১২:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে যা বললেন নায়ক জায়েদ খান
- ১২:২৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান
- ১২:২৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া: আখতার
- ১২:২১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ ফাইটার ফর ডেমোক্রেসি, কখনোই নির্বাচনে হারেননি যিনি
- ১২:২১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ এমন নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়
- ১২:১৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ দেশের বিভিন্ন স্থাপনার নামকরণে খালেদা জিয়ার নাম
- ১২:১৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়াকে যেভাবে মনে রাখবে ইতিহাস
- ১২:০৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়াকে সামনে থেকে দেখার মধুর স্মৃতি জানালেন গায়িকা পুতুল
- ১২:০৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন জয়
- ১১:৫৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
- ১১:৫৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ ‘আমাদের নেত্রীকে হাসিনা হত্যা করেছে, আল্লাহর কাছে বিচার দিলাম’
- ১১:৪৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার প্রস্থান যুগে যুগে মানুষের হৃদয়ে লেখা থাকবে: অপু বিশ্বাস
- ১১:৪৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ দেশের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন খালেদা জিয়া: যুক্তরাষ্ট্র
- ১১:৪৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ জলপাইগুড়ির পুতুল থেকে বাংলার প্রধানমন্ত্রী খালেদা জিয়া
- ১১:৩৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়াকে স্মরণ করে যা বললেন মোদী
- ১১:৩৫ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো : কনকচাঁপা
- ১১:২৮ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের নিবেদিত বন্ধু: শাহবাজ শরীফ
- ১১:২০ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া
- ১১:১১ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ জকসু নির্বাচন স্থগিত, সিদ্ধান্তহীনতায় শিক্ষার্থীরা
- ১১:০৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ বগুড়ার বধূ-দেশনেত্রীর মৃত্যুতে থমকে শহর
- ১১:০৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
- ১০:৫৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন: চীনা পররাষ্ট্রমন্ত্রী
- ১০:৪৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ১০:৪৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে জিএম কাদেরের শোক
- ১০:৪২ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ শোকে মুহ্যমান বিএনপি
- ১০:৪১ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ নরেন্দ্র মোদীর
- ১০:২৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ কঠিন সময়গুলোতে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন আশার আলোকবর্তিকা
- ১০:২০ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুর খবরে যা বলছে ভারতের মিডিয়া
- ১০:১৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার শোকে ডুকরে কাঁদছে ফেনীবাসী
- ১০:১২ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ছিলেন সফল: প্রধান উপদেষ্টা
- ১০:০৮ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন
- ১০:০৫ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ দীর্ঘ অসুস্থতা-রাজনৈতিক সংগ্রামের অবসান খালেদার
- ০৯:৪৫ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক
- ০৯:৪১ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ০৯:৩৮ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ কেবিনেট বৈঠকে যোগ দিতে ফখরুলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
- ০৯:৩৩ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
- ০৯:২৮ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- ০৯:২৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা
- ০৯:২৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়
- ০৯:১৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত
- ০৯:১৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোটের মাঠ থেকে বিদায় নিলেন খালেদা জিয়া
- ০৯:১৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ জিয়ার কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা
- ০৯:০৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি
- ০৯:০১ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার
- ০৮:৫১ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া
- ০৮:৪৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ সব চেষ্টা বিফলে, মারা গেলেন খালেদা জিয়া
- ০৮:৩৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ নির্বাচনে পরাজয় নেই খালেদা জিয়ার
- ০৮:৩৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া
- ০৮:২১ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ যেসব কারণে খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’
- ০৮:১৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
- ০৮:০৩ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ শেষ সময় তারেক রহমানসহ খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
- ০৭:১২ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া আর নেই