ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আন্তর্জাতিক নারী দিবস

নারী দিবস: শুধু একদিনের উদযাপন নাকি বছরের প্রতিদিন?

কানিছ সুলতানা কেয়া | প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৮ মার্চ ২০২৫

নারী-একটি শব্দ, যা শক্তি, সংগ্রাম, ভালোবাসা ও সম্ভাবনার প্রতিচ্ছবি। প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়, যার মূল উদ্দেশ্য হলো নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমান অধিকারের জন্য সচেতনতা সৃষ্টি করা। কিন্তু প্রশ্ন হলো, এই দিবসটি কি শুধুই একটি আনুষ্ঠানিক উদযাপন, নাকি নারীর প্রতি সম্মান, সমতা ও অধিকারের জন্য প্রতিদিনই কাজ করা প্রয়োজন?

বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকদের হাত ধরেই সূচনা ঘটে নারী দিবসের। নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকার প্রতিষ্ঠায় কয়েকজন সাহসী নারী এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। প্রায় ১৫ হাজার নারী সেদিন নিউইয়র্ক সিটির রাস্তায় নেমেছিলেন। নারীর অধিকার রক্ষার আন্দোলন করেছিলেন তারা।

বিশ্বব্যাপী প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটিতে প্রথম নারী দিবস পালন করা হয়। এটি জাতীয় নারী দিবস হিসেবে পরিচিত ছিল। অ্যাক্টিভিস্ট থেরেসা মালকিয়েলের পরামর্শে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি এই তারিখে দিনটি উদযাপন করে। কিন্তু নারী দিবস, প্রতীকী উদযাপন নাকি বাস্তব পরিবর্তনের অনুপ্রেরণা?

অনেক ক্ষেত্রেই নারী দিবস উদযাপন সীমাবদ্ধ থাকে কিছু আনুষ্ঠানিক কর্মসূচি, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস বা একদিনের বিশেষ আয়োজনের মধ্যে। এদিন নারী অধিকার নিয়ে আলোচনা হয়, নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, নারীদের প্রশংসা করা হয়-কিন্তু পরদিন থেকেই আবার সবকিছু আগের মতো চলতে থাকে।

বাস্তবে নারী অধিকার ও ক্ষমতায়ন শুধু একদিনের বিষয় নয়। এটি একটি চলমান প্রক্রিয়া, যা বছরের প্রতিটি দিন বাস্তবায়নের প্রয়োজন। শুধু নারী দিবস উদযাপন করলেই নারীদের প্রতি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পারিবারিক বৈষম্য দূর হয়ে যাবে না।

নারীরা এখনো সবক্ষেত্রে বৈষম্যের স্বীকার হন। নারীরা এখনো কর্মক্ষেত্রে সমান সুযোগ পান না, পরিবারের মধ্যে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত, সামাজিক দৃষ্টিভঙ্গিতে তারা আজও অনেক ক্ষেত্রে পিছিয়ে।

এখনো বহু নারী সমান কাজের জন্য পুরুষদের তুলনায় কম মজুরি পান। দারিদ্র্য ও সামাজিক রীতিনীতির কারণে অনেক মেয়ে শিশু উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। ঘরের কাজে নারীর শ্রমকে এখনো আনুষ্ঠানিক কাজ হিসেবে গণ্য করা হয় না। পরিবারে একজন মা, স্ত্রী শুধুই ঘরের কাজ করে যান, সবার চাহিদা মেটান তবুও দিন শেষে কথা শোনেন ‘কিছুই তো করো না সারাদিন তো বাড়িতেই থাক’। বিনা পারিশ্রমিকেই সারাবছর ঘাটেন সংসারের ঘাটুনি।

নারীরা শারীরিক, মানসিক ও যৌন সহিংসতার শিকার হন, যা সমাজে তাদের নিরাপত্তার অভাব নির্দেশ করে। শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছেন না এসব নির্গহ থেকে। প্রতিদিন কোনো না কোনো শিশু, কিশোরী, নারী কিংবা বৃদ্ধা ধর্ষণের স্বীকার হচ্ছেন। যার বিচার তিনি পান না কখনোই। এমনকি বেশিরভাগ সময় ধর্ষকের কোনো শাস্তি হয় না। কিংবা জেল- জরিমানা পর্যন্তই তা সীমাবদ্ধ।

রাস্তা-ঘাটে, বাসে, ট্রেনে, এমনকি বাড়িতে পর্যন্ত যৌন হয়রানির স্বীকার হচ্ছেন নারীরা। দেশের আইনের খাতা কলমে যৌন হয়রানিকারী কিংবা ইভটিজারের জন্য সামান্য কিছু আইন থাকলেও তার কোনো প্রয়োগ নেই। আসলে বেশিরভাগ নারী সম্মানের ভয়ে থানায় অভিযোগও করেন না। বিচার পাবেন না এবং তিনি নিজে আরও বেশি হয়রানির স্বীকার হবেন সমাজে সেই ভয়েই আর মুখ খোলেন না। নারীরা কি অন্তত মানুষ কিংবা দেশের নাগরিক হিসেবে এতটুকু বিচার কি আশা করতে পারেন না। এই অধিকার কি নারীকে দেওয়া যায় না?

প্রতিবছর একটি দিন লোক দেখানো নারী দিবস পালন, আর সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস,টিভি প্রোগ্রামে নারীর অধিকার নিয়ে আলোচনার সমালোচনার দিন শেষ করা সময়ের দাবি। নারী দিবসের প্রকৃত লক্ষ্য তখনই অর্জিত হবে, যখন আমরা নারী অধিকারকে কেবল একদিনের আলোচনা থেকে বের করে এনে প্রতিদিনের বাস্তবতায় রূপ দেব। নারীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন।

নারীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর্থিক সহায়তা ও প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে। নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং পুরুষদেরকেও নারীর সমান অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

কেএসকে/এমএস

টাইমলাইন

  1. ০৯:৫৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ অর্থনৈতিক ক্ষমতায়নই নারীর আসল ক্ষমতায়ন
  2. ০৯:৫৫ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবসে জ্যাকুলিনের চমক
  3. ০৯:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৫ প্রতিটি বাধাই উদ্যোক্তার বিকাশের একটি সুযোগ
  4. ০৮:৪০ পিএম, ০৮ মার্চ ২০২৫ পরিবেশ নিয়ে খুশি নন খোদ শিল্পীসংঘের সভাপতি
  5. ০৮:৩৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ হাইকোর্টে ১০ নারী বিচারপতি, আপিল বিভাগে নেই কেউ
  6. ০৭:৫৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারীর ওপর কোনো হস্তক্ষেপই কাম্য নয়
  7. ০৭:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবসে জায়েদ খানের প্রত্যাশা
  8. ০৭:১১ পিএম, ০৮ মার্চ ২০২৫ ‘যদি নিজেকে নারী হিসেবেই ভাবতাম, এই পর্যায়ে আসতে পারতাম না’
  9. ০৬:৩৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে যে বার্তা দিলেন কঙ্গনা
  10. ০৫:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ অন্য উদ্যোক্তাদের নকল না করে নিজের সম্ভাবনা খুঁজতে হবে
  11. ০৫:১৪ পিএম, ০৮ মার্চ ২০২৫ দেশে দেশে প্রথা ভাঙা নারী তারকারা
  12. ০৪:৫৪ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবসে নারী কর্মীদের সম্মাননা
  13. ০৪:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৫ শুটিংয়ের দুই বিড়ম্বনা, জানালেন অপু বিশ্বাস
  14. ০৪:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ ‘সমাজটা নারীবান্ধব হতে হতে থেমে গেছে’
  15. ০৪:২২ পিএম, ০৮ মার্চ ২০২৫ মা-স্ত্রী ও মেয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন নারী: তারেক রহমান
  16. ০৩:৫৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ সমতার পথে নারীর অগ্রযাত্রা: বাধা নয়, সুযোগ চাই
  17. ০৩:১৭ পিএম, ০৮ মার্চ ২০২৫ সর্বোচ্চ সংখ‌্যক ডিসি ও সচিব এখন নারী
  18. ০৩:০৫ পিএম, ০৮ মার্চ ২০২৫ ছন্নছাড়া জীবন ছেড়ে ১৮ বেদে নারীর রূপান্তরের গল্প
  19. ০২:৫২ পিএম, ০৮ মার্চ ২০২৫ ৫০০০ নারী কর্মী যুক্ত হবে প্রাণ-আরএফএল গ্রুপের টেলি মার্কেটিংয়ে
  20. ০২:১৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী উদ্যোক্তা হওয়ার অনুকূল পরিবেশ অনুপস্থিত
  21. ০১:৫৭ পিএম, ০৮ মার্চ ২০২৫ জীবন সাজে-ফের চোখের জলে ভাসে
  22. ০১:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবস উৎসব নাকি প্রতিবাদ?
  23. ১২:৫২ পিএম, ০৮ মার্চ ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে ছিল নারীরা: ড. ইউনূস
  24. ১২:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারীদের পোশাক নিয়ে কারও বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না: রিজভী
  25. ১২:৪৩ পিএম, ০৮ মার্চ ২০২৫ মুখ বুজে নির্যাতন সহ্য করেন ৬৪ শতাংশ নারী
  26. ১২:৪০ পিএম, ০৮ মার্চ ২০২৫ ডিজিটাল দুনিয়ায় নারীর অবস্থান
  27. ১২:৩২ পিএম, ০৮ মার্চ ২০২৫ যশোরে প্রান্তিক নারীদের দিন বদলের গল্প
  28. ১২:২৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ মনে হয়নি এলাকার কোনো বড়ভাই আমার দিকে তাকাবেন: ন্যান্সি
  29. ১২:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী উদ্যোক্তাদের কল্যাণে নতুন দিগন্ত
  30. ১২:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ গুগল ডুডলে স্টেম শিক্ষায় নারীদের অবদান
  31. ১২:০৫ পিএম, ০৮ মার্চ ২০২৫ আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা
  32. ১১:২৬ এএম, ০৮ মার্চ ২০২৫ নারীশিল্পীদের পারিশ্রমিক কম, একে আমি বৈষম্য হিসেবে দেখি না
  33. ১১:০৯ এএম, ০৮ মার্চ ২০২৫ রোজা রেখেও রক্ত দিয়েছেন নিগার
  34. ১০:৪৮ এএম, ০৮ মার্চ ২০২৫ বিভিন্ন দেশে যেভাবে পালিত হয় নারী দিবস
  35. ১০:৪৪ এএম, ০৮ মার্চ ২০২৫ নারী শ্রমিকদের বিদেশে যাওয়া কমছে, নেপথ্যে অত্যাচার-প্রতারণা
  36. ১০:৩৩ এএম, ০৮ মার্চ ২০২৫ তিনবার আত্মহত্যা করতে যাওয়া দোলা এখন সফল উদ্যোক্তা
  37. ১০:১৫ এএম, ০৮ মার্চ ২০২৫ ফেসভ্যালু নয়, আর্টভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত
  38. ১০:০৭ এএম, ০৮ মার্চ ২০২৫ বৈষম্যই নারীমুক্তির প্রধান অন্তরায়
  39. ১০:০৪ এএম, ০৮ মার্চ ২০২৫ সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার গল্প শোনালেন সাদিয়া
  40. ০৯:৫৯ এএম, ০৮ মার্চ ২০২৫ নারীরা শক্তি, সাহস আর সম্ভাবনার প্রতীক
  41. ০৯:২৭ এএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবস: শুধু একদিনের উদযাপন নাকি বছরের প্রতিদিন?
  42. ০৯:১৮ এএম, ০৮ মার্চ ২০২৫ শত শত প্রতিবন্ধীকে স্বাবলম্বী করে চলেছেন ৩৯ ইঞ্চির অদম্য হোসনা
  43. ০৯:১২ এএম, ০৮ মার্চ ২০২৫ কেন, কীভাবে শুরু নারী দিবসের?
  44. ০৯:০৩ এএম, ০৮ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস আজ
  45. ০৮:৩৯ এএম, ০৮ মার্চ ২০২৫ জুলাই আন্দোলনে শক্তি-প্রেরণা জুগিয়েছেন নারীরা
  46. ০৯:২৭ পিএম, ০৭ মার্চ ২০২৫ যুদ্ধবিধ্বস্ত দেশেও অদম্য বাংলার নারী
  47. ০৮:১২ পিএম, ০৭ মার্চ ২০২৫ নারীরা শুধু সুযোগের অপেক্ষায় থাকবে না, সুযোগ সৃষ্টি করবে
  48. ০৬:৪৬ পিএম, ০৭ মার্চ ২০২৫ শিক্ষায় এগিয়ে থেকেও চাকরিতে পিছিয়ে নারী

আরও পড়ুন