ভিডিও ENG
  1. Home/
  2. ফিচার

ভালোবাসো তাই ভালোবেসে যাই

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০১:১২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

সুমি ইসলাম

ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের বা দিবসের প্রয়োজন হয় না। প্রকৃত প্রেমিক ও প্রেমাস্পদের কাছে প্রতিদিনই ভালোবাসার। আমাদের সবার জীবনের সঙ্গেই আষ্টেপৃষ্ঠে ভালোবাসা জড়িয়ে থাকে।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ভালোবাসা। লাখ টাকার বিনিময়েও মানুষ এই মূল্যবান সম্পদ অর্জন করতে পারে না। এ সম্পদ অর্জন করা যায় শুধু হৃদয়ের জোরেই। সুন্দর মন ভালোবাসার পূর্বশর্ত। ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম— এ কথা সর্বজন স্বীকৃত। পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয়ে আকাঙ্ক্ষা থাকে যে, তার একজন ভালোবাসার মানুষ থাকবে। যে পৃথিবীর সব ভালোবাসা তার পদতলে এনে রাখবে। শত দুঃখ, কষ্ট, আঘাত থেকে তাকে আগলে রাখবে। তার এক চিলতে হাসির জন্য সব বাধা-বিপত্তি এড়িয়ে যাবে। সব অসাধ্যকে জয় করবে শুধু তারই জন্য।

ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। পৃথিবীর প্রতিটি মানুষই হাত বাড়িয়ে ভালোবাসাকে ছুঁতে চায়। হোক সে গরিব আর হোক সে ধনী। হৃদয় আদান-প্রদান করলেই যে প্রতিটি হৃদয় অক্ষুণ্ন থাকবে, তা কিন্তু মোটেও নয়। এই আদান-প্রদানের মাঝে গুটি কয়েক হৃদয় ভেঙেও যায়। মানুষ ভালোবাসলেই তার ভালোবাসার মানুষটিকে আপন করে পায় না সব সময়। ভালোবাসলেই যে ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে হবে—এমন কোনো নিয়ম নেই। জাগতিক বাস্তবতা মেনে নিয়ে অন্য কাউকেও নিজের করে নিতে হতে পারে। অনেকে এই কষ্ট পেয়ে তো নিজের জীবনই খুইয়ে বসেন। তারা বোকা ছাড়া আর কিছু নয়!

আরও পড়ুন: স্বপ্ন হওয়া চাই আকাশ ছোঁয়া 

ভালোবাসার মানুষটিকে হারানোর বেদনা আপনাকে কাঁদাবে ঠিকই। কিন্তু একটা পর্যায়ে আপনাকে বাস্তবতা মেনেই জীবনে এগিয়ে যেতে হবে। জীবন উজার করে ভালোবাসলেও মাঝে মাঝে কষ্ট আপনার জন্য অপেক্ষমান। ভালোবাসায় হৃদয় ভাঙবে, আবার গড়বে—এটাই ভালোবাসার লীলা খেলা।

ভালোবাসা যেমন আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখের অনুভূতিটুকু দিতে পারে; তেমনি আপনার হৃদয়জুড়ে রাজ্যের ব্যথাও দিতে পারে। বরং মুখে মুখে সব সময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে ভালোবাসার মানুষটিকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার।আর ভালোবাসতে জানি এবং ভালোবাসতে পারি বলেই আমরা মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব।

মানুষ বড়ই অদ্ভুত জীব। ভালোবেসে শত কষ্ট পেলেও এই ভালোবাসার জন্যই সে পৃথিবীর সব চড়াই উৎরাই পাড়ি দিতে পারে। ভালোবাসার জন্য সে ইতিহাস গড়তেও রাজি। ভালোবাসা হচ্ছে এমন, যখন কেউ আপনার হৃদয় ভেঙে দেয় আর আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙা টুকরা দিয়ে তাকে ভালোবাসেন—এই ভালোবাসাই অমোঘ। পৃথিবীর আদি শক্তি। ভালোবাসাই যে মানুষকে বেঁচে থাকার প্রয়াসটুকু দেয়। জীবনের সবচেয়ে সুন্দরতম দিনগুলো উপহার দেয়। প্রতিটি সাদা-কালো স্বপ্নতে রঙিন তুলির পরশ বোলায়। জীবনকে পরিপূর্ণ করে তোলে। ভালোবাসার জন্য কোনো কালের প্রয়োজন হয় না। ভালোবাসা নিজেই এক মহাকাল। একটি মুহূর্তই উর্বর ভালোবাসার জন্য। তাই তো ভালোবাসাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হয়। ভালোবাসাকে ভালোবাসা দিয়ে যত্ন নিতে হয়। ভালোবাসাকে ভালোবাসা দিয়ে চাষ করতে হয়। তবেই ভালোবাসা ভালোবাসাময় হয়।

আরও পড়ুন: প্রেমিকা না থাকলে ট্যাক্স দিতে হয় যে দেশে 

এখানে বলে রাখা ভালো যে, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে ব্যাপক ব্যবধান বিরাজ করে—সেটি আগে বুঝতে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে মতপার্থক্য থাকবেই—এটি একেবারে স্বাভাবিক বিষয়। দুজন মানুষের মাঝে খুব বেশি মিল থাকা কখনো সম্ভব নয়। সম্পর্ক যত বেশি গভীরে যেতে থাকে, তার ভালো লাগা ও মন্দ লাগাগুলো আস্তে আস্তে সামনে আসতে থাকে। স্পষ্ট হতে থাকে। তখনই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝতে পারা যায়।

ভালোবাসা বেশিরভাগ ক্ষেত্রে কষ্ট দেয়—এটি সত্য। মানুষ কষ্টের কালো পাহাড়ের নিচে চাপা পরেও আবার উঠে দাঁড়ায়। মায়ার টানে আবার ফিরে আসে ভালোবাসার কাছে। আবারও সে ভালোবাসে। এভাবেই ভালোবাসা চক্র পৃথিবীর বাতাসে ঘুরছে।

লেখক: কবি ও কথাশিল্পী।

এসইউ/জিকেএস

আরও পড়ুন