বিয়েতে অতিথিরা বর-কনেকে চুমু খান যে দেশে
বিয়ে মানেই আনন্দ-আয়োজন, সাজসজ্জা, খাওয়াদাওয়া, উপহার আর শ-খানিক রীতিনীতি। একেক দেশে, একেক অঞ্চলে, একেক গোষ্ঠী বা জাতির বিয়ের রীতিনীতি, সংস্কৃতি আলাদা। বিয়েতে অতিথিরা বর-কনেকে উপহার দেন, আশীর্বাদ করেন, তাদের সঙ্গে ছবি তোলেন। কিন্তু এমন এক দেশ আছে যেখানে বর-কনেকে চাইলে যে কোনো অতিথি চুমু খেতে পারেন।
সুইডেনে বিয়ে অন্য অনেক দেশের মতো কঠোর নিয়ম আর আচার-অনুষ্ঠানে ভরা কোনো আয়োজন নয়, বরং এটি ভালোবাসা, বন্ধুত্ব, স্বাধীনতা এবং আনন্দের এক উষ্ণ উদযাপন। এখানকার সমাজ সমতা ও ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। সেই কারণে দম্পতিরাই বিয়েকে কেন্দ্র করে সব সিদ্ধান্ত নেন।
অনেকেই বহুদিন একসঙ্গে থাকার পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ধর্মীয়ভাবে চার্চে বিয়ে যেমন হয়, তেমনি অনেকে সিটি হল বা কোর্ট ম্যারেজও পছন্দ করেন। সাধারণত ছোট পরিসরে, কাছের আত্মীয়-বন্ধুদের নিয়ে অর্থবহ একটি আয়োজনে বিয়ে সম্পন্ন হয়।

সুইডিশ বিয়ের সবচেয়ে মজার অংশ হলো চুমুর প্রথা। যদি বর কিছু সময়ের জন্য হল বা ভেন্যু থেকে বের হয়ে যান, তাহলে নারী অতিথিরা গিয়ে কনেকে গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানান। আবার কনে বাইরে গেলে পুরুষ অতিথিরা বরকে চুমু দেন। এটি পুরোপুরি মজার অংশ, যার উদ্দেশ্য অনুষ্ঠানে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করা। সুইডেনের মতো খোলামেলা এবং বন্ধুসুলভ সমাজে এই প্রথাটি খুব স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়, আর সবাই এতে অংশ নিয়ে হাসি আনন্দে মুহূর্তটিকে স্মরণীয় করে তোলেন।
এখানকার কনের পোশাক হয় সাধারণত সাদা গাউন, যা সরল ও এলিগেন্ট স্টাইলে তৈরি হয়। ভারী কাজ বা অতিরিক্ত গয়না পরার চল খুব একটা নেই। অনেক সময় পরিবারের পুরোনো কোনো অলংকারও ব্যবহার করা হয়। কিছু গ্রামীণ এলাকায় এখনো ঐতিহ্যবাহী রঙিন লোকজ পোশাকও দেখা যায়, যা বিয়েকে আরও বর্ণিল করে তোলে। বর সাধারণত ডার্ক স্যুট বা টাক্সেডো পরেন। সবকিছুতেই এক ধরনের সাদামাটা কিন্তু স্মার্ট উপস্থাপনা থাকে, যা সুইডিশ জীবনের সহজ সৌন্দর্যকে প্রতিফলিত করে।
বিয়ের অনুষ্ঠানে পরিবার-পরিজনের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সিদ্ধান্তের কেন্দ্রে থাকেন বর-কনে নিজেরাই। রিসেপশনে আত্মীয়-বন্ধুরা বক্তৃতা দেন, স্মৃতি ভাগ করে নেন, গান করেন, কখনো ছোট নাটকও পরিবেশন করেন। এতে পুরো অনুষ্ঠানটাই এক পারিবারিক মিলনমেলার মতো হয়ে ওঠে। ধর্মীয় বিয়েতে শপথ ও আংটি বিনিময়ের পর আশীর্বাদ দেওয়া হয়, আর সিভিল অনুষ্ঠানে রেজিস্ট্রারের সামনে সম্মতি জানিয়ে স্বাক্ষরের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। এরপর শুরু হয় উদযাপন।

খাবার সুইডিশ বিয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত থাকে বিভিন্ন ধরনের সালাদ, স্যামন মাছ বা মাংসের পদ, আলু ও সবজি-সঙ্গে থাকে ওয়াইন বা শ্যাম্পেন। অনেক বিয়েতে ঐতিহ্যবাহী নানান ধরনের খাবার টেবিলে সাজানো থাকে। ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয় হালকা, কম মিষ্টি কেক এবং কফি, যা সুইডিশ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কেক কাটার পর নাচ ও সংগীতের আসর বসে, যেখানে প্রথম নাচটি করেন বর-কনে, তারপর যোগ দেন সবাই।
সুইডিশ বিয়েতে বক্তৃতা দেওয়া একটি আলাদা গুরুত্ব বহন করে। বাবা-মা, ভাইবোন, বন্ধু অনেকে পালা করে কথা বলেন। কিছু বক্তৃতা আবেগঘন, কিছু আবার হাস্যরসে ভরা। এতে দম্পতির জীবনের নানা স্মৃতি ও সম্পর্কের গভীরতা ধরা পড়ে। অনেক ক্ষেত্রে বর-কনে এনগেজমেন্ট, বিয়ে ও সন্তান জন্মের পর মোট তিনটি আলাদা আংটি ব্যবহার করেন যা জীবনের বিভিন্ন পর্যায়ের প্রতীক।
বিয়ের আগে ও চলাকালীন সময়ে ‘ফিকা’ বা কফি বিরতির সংস্কৃতিও দেখা যায়। সুইডেনের মানুষ কফির সঙ্গে গল্প করা, একটু থেমে সময় উপভোগ করাকে খুব মূল্য দেয়। তাই বিয়ের পরিবেশনাও আরামদায়ক ও স্বস্তিদায়ক থাকে স্ট্রেসমুক্ত, স্বাভাবিক ও আন্তরিক।

উপহার হিসেবে সাধারণত অর্থ, গিফট কার্ড বা গৃহস্থালি সামগ্রী দেওয়া হয়। অনেক দম্পতি আগে থেকেই গিফট লিস্ট প্রকাশ করেন, যাতে অতিথিরা প্রয়োজনমতো উপহার দিতে পারেন। সব মিলিয়ে সুইডিশ বিয়ে মূলত এক সরল কিন্তু অর্থবহ আয়োজন, যেখানে জাঁকজমকের চেয়ে গুরুত্ব পায় সম্পর্ক, ভালোবাসা ও সমতা।
এই কারণেই সুইডিশ বিয়ে বিশ্বজুড়ে আলাদাভাবে পরিচিত। এখানে বিয়ে মানে দায়িত্বের ভার নয়, বরং জীবনের এক আনন্দঘন উদযাপন যেখানে হাসি, গান, বন্ধুত্ব ও ভালোবাসাই প্রধান উপাদান। চুমুর মজার সেই প্রথা অনুষ্ঠানে যে হাস্যরস যোগ করে, তা এই বিয়েকে করে তোলে আরও বেশি স্মরণীয় ও প্রাণবন্ত। সরলতার মধ্যেই যে সৌন্দর্য আছে সুইডেনের বিয়ে যেন তারই এক অনন্য উদাহরণ।
আরও পড়ুন
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন কি হারাতে বসেছে
যেখানে সবাই মেলায় জীবনসঙ্গী খোঁজে, বিয়ের আগেই মা হয় মেয়েরা
সূত্র: অ্যালেক্স মার্ট, অফবিট ওয়েড
কেএসকে
টাইমলাইন
- ০৫:৫২ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের বাড়তি খাবার ফ্রিজে রাখছেন, যেসব ভুলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি
- ০৪:০১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়েতে অতিথিরা বর-কনেকে চুমু খান যে দেশে
- ০১:২১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে সঠিক জীবনসঙ্গী কীভাবে খুঁজে নেবেন
- ১২:৩৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ অফিস শেষে বিয়ের দাওয়াত, সাজুন স্টাইলিশভাবে
- ১২:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে কনের চুলের যত্নে থাকুক নিখুঁত ছোঁয়া
- ০২:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের দিনের মেকআপ প্রাকৃতিক উপায়ে তুলবেন কীভাবে
- ০২:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে কী কী গ্যাজেট উপহার দিতে পারেন
- ০১:৪১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ জামদানির বুননে বিয়ের স্বপ্ন
- ১২:৫৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে মেহেদি পরা আজকের নয়, ৫০০০ বছরের ঐতিহ্য
- ১২:৩৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে ওজন কমাতে যা করবেন
- ১২:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ শাড়ির ভাঁজে ভাঁজে অনুভূতি, বিয়েতে বেনারসির বাইরে যা পরবেন
- ০২:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ বিয়েতে লাল শাড়ি কেনার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
- ০২:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন কি হারাতে বসেছে
- ০২:২৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ মোগল আমলের রাজকীয় রীতি থেকে আজকের বিয়ে