যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে ইরান-রাশিয়া ও চীন
ফাইল ছবি
সহযোগিতা বৃদ্ধির লক্ষে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী এই সপ্তাহে সামরিক মহড়া চালাতে যাচ্ছে। রোববার (৯ মার্চ) ইরানের সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিন্ন আকাঙ্ক্ষা পোষণকারী এই তিন দেশ সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে।
তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণ-পূর্ব ইরানে ওমান উপসাগরে অবস্থিত চাবাহার বন্দরে শুরু হবে এই মহড়া। তবে কখন এই মহড়া শুরু হবে নির্দিষ্ট করে বলা হয়নি।
চীনা ও রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশাপাশি ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং সামরিক শখা বিপ্লবী গার্ডের যুদ্ধজাহাজ এতে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ ও অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে এই মহড়ার আয়োজন করা হচ্ছে।
মহড়ায় আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করবে।
বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে চীন একটি ডেস্ট্রয়ার ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করবে।
ইরানের সেনাবাহিনী ফেব্রুয়ারিতে যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য একই এলাকায় মহড়া চালিয়েছিল।
সূত্র: এএফপি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পাকিস্তানের পাঞ্জাবে ঘুড়ি উড়ানো নিয়ন্ত্রণে কঠোর আইন পাস
- ২ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে গুলি করে হত্যা
- ৩ কম্বোডিয়ায় ঢুকে বিষ্ণুর মূর্তি গুঁড়িয়ে দিলেন থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা
- ৪ ইতালিতে বাংলাদেশিদের হাতেই নির্যাতিত বাংলাদেশি, গ্রেফতার ৩
- ৫ ভারতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১১