গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭
কাঁদছে ইসরায়েলি হামলায় আহত এক শিশু। ছবি: এপি/ইউএনবি
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) চালানো হামলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলের আরও গভীরে প্রবেশ করেছে এবং হামাসের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে।
হামাস পরিচালিত গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই একই পরিবারের সদস্য। হামলা চালানোর কয়েক ঘণ্টা পরও ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন>>
- ঈদের দিন গাজায় শিশুসহ ৬৪ জনকে হত্যা করলো ইসরায়েল
- গাজায় ইসরায়েলি হামলায় ১০ দিনে ৩২২ শিশু নিহত: জাতিসংঘ
- গাজার একাধিক স্কুলে ইসরায়েলের হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩
এই হামলার মাত্র একদিন আগেই ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হাতে জিম্মি হওয়া ইসরায়েলিদের মুক্তি দিতে চাপ সৃষ্টি করতেই ইসরায়েল গাজায় হামলা বাড়িয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় গত দুই সপ্তাহে কয়েকশ মানুষ মারা গেছেন।
শুক্রবার ইসরায়েল ঘোষণা করেছে, ‘নিরাপত্তা অঞ্চল’ বাড়ানোর জন্য তাদের স্থল বাহিনী গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। স্থল অভিযানের আগে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার কিছু অংশ খালি করার জন্য বাসিন্দাদের নির্দেশ দিয়েছিল।
গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায়। এসময় প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হন। এসময় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। এরপর যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বেশিরভাগ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়টির দেওয়া হিসাবে বেসামরিক নাগরিক ও যোদ্ধার আলাদা হিসাব দেওয়া হয়নি। তথ্যমতে, নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। ইসরায়েল প্রায় ২০ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করার দাবি করলেও এর সমর্থনে কোনো প্রমাণ দিতে পারেনি।
চলমান এই যুদ্ধ গাজাকে ধ্বংস করেছে। উপত্যকার বেশিরভাগ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলার মাত্রা এত বেশি যে, ভূখণ্ডটির জনসংখ্যার ৯০ শতাংশই বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: এপি, ইউএনবি
কেএএ/
টাইমলাইন
- ১০:৪০ এএম, ১০ এপ্রিল ২০২৫ ফিলিস্তিনিদের জন্য বিপর্যয় ডেকে এনেছিল যে চিঠি
- ০৮:৪৬ এএম, ১০ এপ্রিল ২০২৫ আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় নিহত আরও ৩৫
- ১২:৪৪ পিএম, ০৯ এপ্রিল ২০২৫ ২৪ ঘণ্টায় দখলদারদের হামলায় নিহত ৫৮
- ০৫:৪৬ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ ভারতে মুসলিম দেশের পতাকা ওড়ানোয় বিদ্যুৎকর্মী বরখাস্ত, গ্রেফতার ৮
- ০৪:৫৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির ডাক কোথা থেকে এলো?
- ০৩:৪৪ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ গাজার ৫০ শতাংশ ইসরায়েলের দখলে, নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা
- ০৩:১৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ নেতানিয়াহুর বাড়ির সামনে জিম্মিদের পরিবারের সদস্যদের বিক্ষোভ
- ১১:৪৯ এএম, ০৭ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ
- ১০:৫২ এএম, ০৭ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত
- ০৯:৪৬ এএম, ০৭ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৪৪
- ০৮:৫২ এএম, ০৭ এপ্রিল ২০২৫ গাজা থেকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা
- ০৭:২২ পিএম, ০৬ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি গণহত্যা: বৈশ্বিক ধর্মঘটের ডাক
- ০৪:৫৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৫ গাজায় গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ
- ০৪:৩৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৫ রাফাহকে গাজা থেকে বিচ্ছিন্ন করতে চায় ইসরায়েল
- ১২:৩০ পিএম, ০৬ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০, আহত ১৬২
- ০৮:৫৪ এএম, ০৬ এপ্রিল ২০২৫ গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল
- ০৭:২০ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭
- ০৮:২৬ এএম, ০৫ এপ্রিল ২০২৫ গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার
- ০৯:০৮ এএম, ০৪ এপ্রিল ২০২৫ গাজার একাধিক স্কুলে ইসরায়েলের হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩
- ০১:১৬ পিএম, ০১ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি হামলায় ১০ দিনে ৩২২ শিশু নিহত: জাতিসংঘ
- ০৯:৪১ এএম, ০১ এপ্রিল ২০২৫ গাজায় ১৫ সহায়তা কর্মী হত্যা করলো ইসরায়েল, যুক্তরাষ্ট্র বলছে দোষ হামাসের