ভারতে প্লেন দুর্ঘটনা
চিকিৎসক দম্পতি ও তিন শিশুর করুণ বিদায়ে কাঁদছে সবাই

আকাশে ওড়ার আগে শেষ মুহূর্তে তোলা একটি ছবি—একটি হাসিমাখা পরিবারের শেষ স্মৃতি হয়ে রইলো। গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই১৭১-এ থাকা চিকিৎসক দম্পতি ও তাদের তিন শিশুর সেই সেলফি এখন সবার হৃদয়ে কষ্টের ছায়া ফেলেছে।
ছবিতে দেখা যায়, ডা. প্রত্যুষ জোশী ও ডা. কৌমি ব্যাস প্লেনের এক পাশে পাশাপাশি বসে আছেন। তাদের চোখে-মুখে নতুন জীবনের আশাবাদ। অন্য পাশে বসা তাদের তিন সন্তান—৮ বছরের মেয়ে মিরায়া আর ৫ বছরের জমজ দুই পুত্র নকুল ও প্রদ্যুত। শিশুদের চোখেমুখে প্লেনে চড়ার আনন্দ, বাবার ক্যামেরার দিকে তাকিয়ে হাসির চেষ্টা করছে তারা। কিন্তু কে জানতো, এই ছবিই হয়ে উঠবে পরিবারটির শেষ ছবি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নতুন জীবন শুরুর আশা শেষ হয়ে গেলো আগুনের হলকায়
রাজস্থানের উদয়পুরের চিকিৎসক দম্পতি লন্ডনে বসবাস শুরু করতে যাচ্ছিলেন। ডা. কৌমি ব্যাস সদ্য নিজের চাকরি ছেড়ে স্বামীর সঙ্গে যোগ দিতে চলেছিলেন। ডা. প্রত্যুষ জোশী আগেই লন্ডনে চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন। স্ত্রী-সন্তানদের নিয়ে নতুন জীবনের সূচনা করতেই তিনি এসেছিলেন ভারতে।
স্বজনরা জানান, দুদিন আগেই তিনি বাঁসওয়ারায় এসেছিলেন। সবার ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে পরিবারটিকে বিদায় জানানো হয়েছিল আহমেদাবাদ বিমানবন্দর পর্যন্ত।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কিন্তু সেই বিদায় যে চিরবিদায় হয়ে উঠবে, তা কল্পনাও করেননি কেউ।
উড্ডয়নের ৩২ সেকেন্ড পরই করুণ পরিণতি
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে আহমেদাবাদ বিমানবন্দর থেকে। ৩২ সেকেন্ডের মাথায় উচ্চতা না পেয়ে প্লেনটি মাটির দিকে দ্রুত নেমে আসে। এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে মেঘানিনগরের আকাশ। যে স্থানে প্লেনটি আছড়ে পড়ে, সেটি ছিল বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাস। বিস্ফোরণের আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় প্লেনের বেশিরভাগ অংশ।
বিজ্ঞাপন
সেই মুহূর্তে এক ক্যান্টিনের ভেতরে লাঞ্চ করছিলেন ছাত্ররা—সেখানেই আছড়ে পড়ে বিমানটি।
একটি হাসি—একটি পরিবার—দেশব্যাপী শোক
এই দুর্ঘটনায় প্লেনের ২৪২ আরোহীর মধ্যে মৃত্যু হয়েছে ২৪১ জনের। জীবিত আছেন কেবল বিশ্বাস কুমার রমেশ নামে একজন ব্রিটিশ-ভারতীয় যাত্রী, যিনি ভাগ্যক্রমে প্লেন থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন।
কিন্তু ডা. কৌমি ব্যাস, ডা. প্রত্যুষ জোশী, তাদের সন্তান মিরায়া, নকুল, প্রদ্যুত—আর ফিরবেন না। একটি পরিবারের হাসিমাখা ভবিষ্যৎ ভস্ম হয়ে গেলো চোখের পলকে।
বিজ্ঞাপন
ডা. কৌমির ভাই প্রভুদ্ধ ব্যাস কাঁপা গলায় বলেন, ওরা সবাই স্বপ্ন নিয়ে রওয়ানা দিয়েছিল। আর এখন আমাদের কেবল স্মৃতি রইলো—আর সেই একটি ছবি।
সূত্র: এনডিটিভি
কেএএ/
টাইমলাইন
- ০৮:১৭ পিএম, ০১ জুলাই ২০২৫ মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি, অল্পের জন্য প্রাণরক্ষা
- ০৯:০৭ পিএম, ২৭ জুন ২০২৫ প্লেন দুর্ঘটনার পর অফিসে পার্টি, এয়ার ইন্ডিয়া ভেঞ্চারের ৪ শীর্ষকর্তা বরখাস্ত
- ০৩:৪১ পিএম, ১৬ জুন ২০২৫ এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে ফের গোলযোগ, মাঝ আকাশ থেকেই ফিরলো প্লেন
- ০৩:২৪ পিএম, ১৩ জুন ২০২৫ চিকিৎসক দম্পতি ও তিন শিশুর করুণ বিদায়ে কাঁদছে সবাই
- ০২:৪৭ পিএম, ১৩ জুন ২০২৫ ভারতে ছাত্রাবাসের ওপর প্লেন বিধ্বস্ত, মৃতের সংখ্যা বেড়ে ২৯০
- ১২:৫০ পিএম, ১৩ জুন ২০২৫ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ
- ০৮:৩১ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন বিধ্বস্তের পরপরই বোয়িংয়ের শেয়ারে পতন
- ০৭:৪৩ পিএম, ১২ জুন ২০২৫ আহমেদাবাদে বিধ্বস্ত প্লেনের ২৪২ আরোহীর সবাই নিহত: এনডিটিভি
- ০৬:২১ পিএম, ১২ জুন ২০২৫ ভারতের প্লেন দুর্ঘটনায় বলিউড তারকাদের শোক
- ০৬:১৮ পিএম, ১২ জুন ২০২৫ মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক
- ০৬:১১ পিএম, ১২ জুন ২০২৫ শোক জানিয়ে নরেন্দ্র মোদীকে বার্তা ড. ইউনূসের
- ০৫:৫৬ পিএম, ১২ জুন ২০২৫ দুপুরে খাবার খাচ্ছিলেন শিক্ষার্থীরা, হঠাৎ আছড়ে পড়ে প্লেন
- ০৫:৪৮ পিএম, ১২ জুন ২০২৫ মেডিকেল ছাত্রাবাসে ৫ জন নিহত, আহত আরও অনেকে
- ০৫:৩১ পিএম, ১২ জুন ২০২৫ ভারতেই প্রথমবারের মতো বিধ্বস্ত হলো বোয়িং ৭৮৭
- ০৫:১৯ পিএম, ১২ জুন ২০২৫ ভারতের ইতিহাসে ভয়াবহ যত প্লেন দুর্ঘটনা
- ০৫:০৬ পিএম, ১২ জুন ২০২৫ মেডিকেলের ছাত্রাবাসে বিধ্বস্ত হয় প্লেনটি
- ০৪:৫৭ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন দুর্ঘটনা: যাত্রী তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রীর নাম
- ০৪:৩৮ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন দুর্ঘটনা: প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার সুরক্ষা
- ০৪:১৮ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন বিধ্বস্ত, দুর্ঘটনাস্থলে ভয়ংকর চিত্র
- ০৪:১২ পিএম, ১২ জুন ২০২৫ যাত্রীদের ১৬৯ জন ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক
- ০৩:৫৭ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন বিধ্বস্ত, আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত
- ০৩:৩৩ পিএম, ১২ জুন ২০২৫ উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার প্লেন, ভিডিও ভাইরাল
- ০৩:১৭ পিএম, ১২ জুন ২০২৫ লন্ডনে যাচ্ছিল ভারতে বিধ্বস্ত প্লেনটি
- ০৩:০৮ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে বিধ্বস্ত প্লেনে ছিলেন ২৪২ আরোহী
- ০২:৪৫ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন বিধ্বস্ত, হতাহতের শঙ্কা
বিজ্ঞাপন