ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিধ্বস্ত হওয়ার আগে জ্বালানি সুইচ বন্ধ হয় এয়ার ইন্ডিয়ার প্লেনের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:১৯ এএম, ১২ জুলাই ২০২৫

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনার একটি প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, এটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে এর জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে বিমানটির দুই ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। খবর বিবিসির।

প্লেনের ককপিটে পাইলটদের কথোপকথনের যে রেকর্ড পাওয়া গেছে তাতে একজনকে বলতে শোনা গেছে তুমি বন্ধ করে দিলে কেন?। আরেকজন জবাব দিয়েছেন তিনি কিছু করেননি।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, তারা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে ‘পরিপূর্ণ সহযোগিতা’ করছেন। বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে।

গত ১২ জুন লন্ডনগামী বিমানটি উড্ডয়নের পরপরই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে ২৪২ জন আরোহীর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছাড়া বাকি সবাই নিহত হন।

আরোহীদের মধ্যে যাত্রী ছিলেন ২৩০ জন এবং ১২ জন ছিলেন প্লেনের ক্রু। সব মিলিয়ে ওই দুর্ঘটনায় ২৬০ জন নিহত হয়। পরদিন থেকেই ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় তদন্ত শুরু করে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকেও তদন্তকারীরা ঘটনাস্থলে আসে। সেইদিন প্লেনের প্রথম ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়।

দ্বিতীয় ব্ল্যাকবক্সটি পাওয়া যায় গত ১৬ জুন যেখানে প্লেনটি বিধ্বস্ত হয়েছিল সেখানকার ধ্বংসস্তূপের মধ্যে। যদিও ঠিক কোন জায়গায় পাওয়া গেছে তা প্রকাশ করা হয়নি।

শেষ পর্যন্ত ব্ল্যাকবক্স থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে দুর্ঘটনার ইন্টারন্যাশনাল এভিয়েশন রুলসের আওতায় প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হলো।

বিধ্বস্ত হওয়ার আগে ককপিটে যা হয়েছিল
এএআইবি প্লেনটির দুর্ঘটনা বা বিধ্বস্ত হওয়ার বিষয়ে ১৫ পাতার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। এতে প্লেনটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পর বিধ্বস্ত হওয়ার আগে যা যা ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।

প্লেনটি উড্ডয়নের পর ১৮০ নটস গতিতে পৌঁছে গিয়েছিল এবং এরপরপরই এক সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনেরই ফুয়েল কন্ট্রোল সুইচ ‘রান থেকে কাট অফ’ পজিশনে চলে যায় বলে ওই রিপোর্টে বলা হয়েছে।

ককপিটে পাইলটদের কথোপকথনের ভয়েস রেকর্ডিংয়ে একজন পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায় যে তিনি কেন সুইচ বন্ধ করলেন। অন্য পাইলট বলেছেন, তিনি এমন কিছু করেননি।

আন্তর্জাতিক সময়ানুযায়ী ৮টা ৮ মিনিট ৫২ সেকেন্ডের সময় ‘১ নম্বর ইঞ্জিন এর ফুয়েল কাট অফ সুইচ আবার ‘রান’ (চালু) অবস্থায় ফিরে আসে এবং এর ৪ সেকেন্ড পর দুই নম্বর ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচও ‘কাট অফ থেকে রান’ অবস্থায় ফিরে আসে’।

কিন্তু ৮টা ৯ মিনিট ৫ সেকেন্ডে, অর্থাৎ নয় সেকেন্ডের ব্যবধানে, একজন পাইলট গ্রাউন্ডে থাকা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ‘মে ডে’, ‘মে ডে’, ‘মে ডে’ বলে বার্তা দেন।

প্রসঙ্গত, ‘মে ডে’ একটি আন্তর্জাতিক স্বীকৃত বিপদ সংকেত। সাধারণ পাইলটরা সংকটের মুখে পড়লে এয়ার ট্রাফিক কর্মকর্তাদের তিন বার এই বার্তা দিয়ে বোঝান যে বিমানটি মারাত্মক সংকটে পড়েছে ও তাদের দ্রুত সহায়তার প্রয়োজন

টিটিএন

টাইমলাইন

  1. ০৫:১১ পিএম, ১২ জুলাই ২০২৫ এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনার রহস্য আরও জটিল করলো ককপিটের অডিও
  2. ১১:১৯ এএম, ১২ জুলাই ২০২৫ বিধ্বস্ত হওয়ার আগে জ্বালানি সুইচ বন্ধ হয় এয়ার ইন্ডিয়ার প্লেনের
  3. ০৮:১৭ পিএম, ০১ জুলাই ২০২৫ মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি, অল্পের জন্য প্রাণরক্ষা
  4. ০৯:০৭ পিএম, ২৭ জুন ২০২৫ প্লেন দুর্ঘটনার পর অফিসে পার্টি, এয়ার ইন্ডিয়া ভেঞ্চারের ৪ শীর্ষকর্তা বরখাস্ত
  5. ০৩:৪১ পিএম, ১৬ জুন ২০২৫ এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে ফের গোলযোগ, মাঝ আকাশ থেকেই ফিরলো প্লেন
  6. ০৩:২৪ পিএম, ১৩ জুন ২০২৫ চিকিৎসক দম্পতি ও তিন শিশুর করুণ বিদায়ে কাঁদছে সবাই
  7. ০২:৪৭ পিএম, ১৩ জুন ২০২৫ ভারতে ছাত্রাবাসের ওপর প্লেন বিধ্বস্ত, মৃতের সংখ্যা বেড়ে ২৯০
  8. ১২:৫০ পিএম, ১৩ জুন ২০২৫ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ
  9. ০৮:৩১ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন বিধ্বস্তের পরপরই বোয়িংয়ের শেয়ারে পতন
  10. ০৭:৪৩ পিএম, ১২ জুন ২০২৫ আহমেদাবাদে বিধ্বস্ত প্লেনের ২৪২ আরোহীর সবাই নিহত: এনডিটিভি
  11. ০৬:২১ পিএম, ১২ জুন ২০২৫ ভারতের প্লেন দুর্ঘটনায় বলিউড তারকাদের শোক
  12. ০৬:১৮ পিএম, ১২ জুন ২০২৫ মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক
  13. ০৬:১১ পিএম, ১২ জুন ২০২৫ শোক জানিয়ে নরেন্দ্র মোদীকে বার্তা ড. ইউনূসের
  14. ০৫:৫৬ পিএম, ১২ জুন ২০২৫ দুপুরে খাবার খাচ্ছিলেন শিক্ষার্থীরা, হঠাৎ আছড়ে পড়ে প্লেন
  15. ০৫:৪৯ পিএম, ১২ জুন ২০২৫ এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত প্লেনের পাইলটদের তথ্য প্রকাশ
  16. ০৫:৪৮ পিএম, ১২ জুন ২০২৫ মেডিকেল ছাত্রাবাসে ৫ জন নিহত, আহত আরও অনেকে
  17. ০৫:৩১ পিএম, ১২ জুন ২০২৫ ভারতেই প্রথমবারের মতো বিধ্বস্ত হলো বোয়িং ৭৮৭
  18. ০৫:১৯ পিএম, ১২ জুন ২০২৫ ভারতের ইতিহাসে ভয়াবহ যত প্লেন দুর্ঘটনা
  19. ০৫:০৬ পিএম, ১২ জুন ২০২৫ মেডিকেলের ছাত্রাবাসে বিধ্বস্ত হয় প্লেনটি
  20. ০৪:৫৭ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন দুর্ঘটনা: যাত্রী তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রীর নাম
  21. ০৪:৩৮ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন দুর্ঘটনা: প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার সুরক্ষা
  22. ০৪:১৮ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন বিধ্বস্ত, দুর্ঘটনাস্থলে ভয়ংকর চিত্র
  23. ০৪:১২ পিএম, ১২ জুন ২০২৫ যাত্রীদের ১৬৯ জন ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক
  24. ০৩:৫৭ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন বিধ্বস্ত, আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত
  25. ০৩:৩৩ পিএম, ১২ জুন ২০২৫ উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার প্লেন, ভিডিও ভাইরাল
  26. ০৩:১৭ পিএম, ১২ জুন ২০২৫ লন্ডনে যাচ্ছিল ভারতে বিধ্বস্ত প্লেনটি
  27. ০৩:০৮ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে বিধ্বস্ত প্লেনে ছিলেন ২৪২ আরোহী
  28. ০২:৪৫ পিএম, ১২ জুন ২০২৫ ভারতে প্লেন বিধ্বস্ত, হতাহতের শঙ্কা