ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের ‘ট্যারিফ’ আদালতে অবৈধ ঘোষণা, এখন কী হবে?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ৩১ আগস্ট ২০২৫

ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ‘ট্যারিফ’ বা শুল্ক আরোপ করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জরুরি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে গত শুক্রবার রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত।

আদালত বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য রয়েছে এমন প্রায় প্রতিটি দেশের ওপর যে তথাকথিত ‘রেসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে, তা অবৈধ।

গত মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের একটি রায়ও বহাল রেখেছেন মার্কিন ফেডারেল আদালত। যেখানে ট্রাম্পে যুক্তি দেখিয়েছিলেন, তিনি জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এই ‘ট্যারিফের’ অনুমোদন দিয়েছেন, যা প্রত্যাখ্যান করেছিলেন আন্তর্জাতিক বাণিজ্য আদালত।

আরও পড়ুন>>

যদিও আদালত এখন পর্যন্ত ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করেননি। বরং বলেছেন, এটি অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে সরকারকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে।

ফলে এখন এটি মোটামুটি নিশ্চিত যে, পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গড়াতে যাচ্ছে।

আপিল আদালত কী বলেছেন?

আদালত বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছেন, সেই ক্ষমতা তাকে দেওয়া হয়নি। নিম্ন আদালতের এই সিদ্ধান্তকে ৭-৪ ভোটে সমর্থন করেছেন আপিল আদালত।

আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে ট্রাম্প যে শুল্ নীতি গ্রহণ করেছেন, বিচারকরা বলছেন- ‘শুল্ক, কর বা এ ধরনের কিছু কিছু আরোপের ক্ষমতা- এই আইনে প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হয়নি’।

ট্রাম্প তাৎক্ষণিকভাবে আপিল আদালতের রায়ের সমালোচনা করেছেন। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরেই ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই রায় ‘অত্যন্ত পক্ষপাতদুষ্ট’ এবং দেশের জন্য ‘বিপর্যয়কর’।

তার কথায়, এই রায় যদি বহাল থাকে, তাহলে এই সিদ্ধান্ত আক্ষরিক অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে।

আইইইপিএ কী?

আইইইপিএ কয়েক দশক ধরে প্রচলিত একটি আইন, যা ট্রাম্প তার দুই মেয়াদেই বারবার প্রয়োগ করেছেন। মূলত এই আইন একজন মার্কিন প্রেসিডেন্টকে জাতীয় জরুরি অবস্থা বা বিদেশি বড় কোনো হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানাতে উল্লেখযোগ্য ক্ষমতা দেয়।

১৯৭৭ সালের এই আইনে বলা হয়েছে, একজন প্রেসিডেন্ট ‘জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি বা অর্থনীতির জন্য অস্বাভাবিক এবং মারাত্মক হুমকি, যা পুরোপুরি বা আংশিক যুক্তরাষ্ট্রের বাইরে থেকে তৈরি হতে পারে, তার সম্পূর্ণ বা উল্লেখযোগ্য অংশ মোকাবিলার জন্য কয়েকটি অর্থনৈতিক পদক্ষেপ নিতে পারেন।’

এই আইনটি বারাক ওবামা এবং জো বাইডেনও ব্যবহার করেছিলেন। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য এই আইনটি ব্যবহার করেছিলেন ওবামা। আট বছর পর ইউক্রেনে পূর্ণমাত্রায় রাশিয়ার আক্রমণের পর আবারও আইনটি ব্যবহার করেছিলেন বাইডেন।

কিন্তু আপিল আদালত তার রায়ে বলেছেন, এই জরুরি আইন ‘মার্কিন প্রেসিডেন্টকে এত বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা দেয়নি, এই ক্ষমতা রয়েছে কংগ্রেসের।

যদিও আইইইপিএ মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতার স্পষ্ট সীমা নির্ধারণ করেও দেয়নি।

ট্রাম্প যখন তার বিশ্বব্যাপী শুল্কনীতির ঘোষণা করেছিলেন, তখন তিনি যুক্তি দিয়েছিলেন, বাণিজ্য ভারসাম্যহীনতা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং তাই এটি একটি জাতীয় জরুরি অবস্থা।

কেন এটি গুরুত্বপূর্ণ?

যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালতের এই রায় ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা। মার্কিন অর্থনীতিতে এর তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে, যার রেশ বিশ্ববাজারে পড়ারও আশঙ্কা রয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিজনেস স্কুলের অর্থনীতিবিদ ডকটর লিন্ডা ইউয়েহ বিবিসি রেডিও ফোরের টুডে প্রোগ্রামে বলেন, ‘এখন বহু ব্যবসা অনিশ্চয়তার মধ্যে পড়বে।’

শুল্কের লক্ষ্য হলো দেশীয় প্রতিষ্ঠানগুলোকে বিদেশি পণ্য কেনা থেকে বিরত রাখা, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য প্রভাবিত হবে।

মার্কিন সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করবেন কি না তা দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ অপেক্ষা করবে ধারণা করা হচ্ছে। এই মামলায় সুপ্রিমকোর্টের রায় না আসা পর্যন্ত এসব দেশ হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্তও নিতে পারে।

‘যদি এটি ঘটে, তাহলে এটি বিশ্ব অর্থনৈতিক কার্যকলাপকে ধীর করে দিতে পারে,’ বলেন ড. ইউয়েহ ।

রাজনৈতিক ক্ষেত্রেও এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। উদাহরণস্বরূপ, যদি সুপ্রিম কোর্ট ফেডারেল আপিল আদালতের সিদ্ধান্ত বাতিল করেন এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ নেন, তাহলে এটি এমন একটি নজির স্থাপন করতে পারে যা ট্রাম্পকে আরও বেপরোয়া করে তুলবে এবং এখনকার চেয়ে আরও কঠোর ভাবে আইইইপিএ ব্যবহারে উৎসাহিত করবে।

এরপর কী হবে?

শুল্ক নিয়ে এ মামলা এখন সম্ভবত সর্বোচ্চ মার্কিন আদালতে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পও তার ট্রুথ সোশ্যালে আপিল আদালতের রায়কে চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়েছেন।

তিনি লিখেছেন, আমাদের বেপরোয়া এবং অজ্ঞ রাজনীতিবিদের কারণে আমাদের বিরুদ্ধে শুল্ককে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সহায়তায়, আমরা আমাদের জাতির সুবিধার্থে সেগুলো (শুল্ক) ব্যবহার করবো এবং যুক্তরাষ্ট্রকে আবার ধনী, ও শক্তিশালী তুলবো।

মার্কিন সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদের রায় ট্রাম্পের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কারণ নয়জন বিচারপতির মধ্যে ছয়জনকে রিপাবলিকান প্রেসিডেন্টরা নিয়োগ করেছিলেন, যার মধ্যে আবার তিনজনকে ট্রাম্প তার প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরপর নিয়োগ দিয়েছিলেন।

কিন্তু উচ্চ আদালতে প্রেসিডেন্টের সমালোচনা করে রায় দেওয়ার ইতিহাসও রয়েছে, যখন তারা মনে করেছেন কংগ্রেস থেকে সরাসরি অনুমোদিত নয় প্রেসিডেন্টের এমন নীতিগুলো মার্কিন রাষ্ট্রব্যবস্থায় মাত্রাতিরিক্ত প্রভাব ফেলবে।

উদাহরণস্বরূপ- জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন, উচ্চ আদালত বিদ্যুৎকেন্দ্র থেকে গ্রিনহাউজ গ্যাস নির্গমন সীমিত করার জন্য বিদ্যমান আইন ব্যবহার করার এবং লাখ লাখ মার্কিন নাগরিকের জন্য ছাত্র ঋণ ক্ষমা করতে ডেমোক্র্যাটিক প্রচেষ্টাকে আটকে দিয়েছিলেন।

শুল্ক অবৈধ ঘোষণা হলে কী হবে?

ফেডারেল আপিল আদালত ট্রাম্পের ট্যারিফ বা শুল্ক নীতি অবৈধ বলে রায় দিয়ে ট্রাম্প প্রশাসনকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করার সময় দিয়েছেন। এর ফলে মার্কিন অর্থনীতি এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তার বাণিজ্য সম্পর্কে ব্যাপক প্রভাব পড়বে।

যদি সুপ্রিম কোর্ট আপিল আদালতের রায় বহাল রাখেন, তাহলে বিশ্বজুড়ে বাণিজ্যে একটা আর্থিক অনিশ্চয়তা দেখা দিতে পারে।

শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র আমদানি করের মাধ্যমে যে বিলিয়ন বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, তা ফেরত দিতে হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠবে।

আবার এটি প্রশ্নও তুলতে পারে যে যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ কিছু দেশ আগস্টের বেঁধে দেওয়া সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলো করেছে, সেগুলোর কী হবে?

এছাড়া যেসব দেশের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে, সে বাণিজ্য চুক্তিগুলোর ভবিষ্যৎ বিশৃঙ্খলার মধ্যে পড়ে যেতে পারে।

যদি সুপ্রিমকোর্টে আপিল আদালতের সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে চুক্তিভঙ্গকারী হিসেবে ট্রাম্পের রাজনৈতিক কর্তৃত্ব এবং খ্যাতিতে বিরাট আঘাত হানবে।

কিন্তু যদি সুপ্রিম কোর্ট এটি বাতিল করেন, তাহলে ফলাফল হবে পুরোপুরি বিপরীত। তখন ট্রাম্প হয়ে উঠবেন অপ্রতিরোধ্য।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

টাইমলাইন

  1. ০৫:০৬ পিএম, ১০ নভেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ২০০০ ডলার লভ্যাংশ দেওয়ার ঘোষণা ট্রাম্পের
  2. ০৪:১৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
  3. ০১:২০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ চীন-ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপে ইইউকে ট্রাম্পের আহ্বান
  4. ০৬:৪১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫ ট্রাম্পের শুল্ক থেকে ছাড় পেলো কোন কোন পণ্য, যোগ হলো কীসে?
  5. ০৬:৩০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৫ ভারতের নতুন সিদ্ধান্তে আরও ৬০০ কোটি ডলার আয় কমার শঙ্কা
  6. ০৪:১২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ ট্রাম্পের শুল্কে টালমাটাল ভারতের অর্থনীতি, রুপির দরে সর্বনিম্ন রেকর্ড
  7. ০৪:৫২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ ‘ভারতের জনগণের মূল্যে ব্রাহ্মণরা মুনাফা কামাচ্ছে’
  8. ০৮:৫৭ পিএম, ৩১ আগস্ট ২০২৫ ট্রাম্পের ‘ট্যারিফ’ আদালতে অবৈধ ঘোষণা, এখন কী হবে?
  9. ০৭:৩৯ পিএম, ৩১ আগস্ট ২০২৫ ট্রাম্পের ‘শুল্ক আঘাত’ সামলাতে চীনের কাঁধে ভর করছে ভারত?
  10. ১০:৩০ এএম, ৩০ আগস্ট ২০২৫ ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ : মার্কিন আদালত
  11. ০৩:০৭ পিএম, ২৮ আগস্ট ২০২৫ ট্রাম্পের শুল্ক মোকাবিলায় মোদীর তত্ত্ব কতটা কার্যকর?
  12. ০৯:১১ পিএম, ২৭ আগস্ট ২০২৫ ‘ট্রাম্প ট্রমায়’ ভুগছেন নরেন্দ্র মোদী
  13. ০৮:৪৮ পিএম, ২৭ আগস্ট ২০২৫ ৪ বার ফোন করেছিলেন ট্রাম্প, ধরেননি মোদী: জার্মান সংবাদমাধ্যমের দাবি
  14. ০৫:৪৫ পিএম, ২৭ আগস্ট ২০২৫ ট্রাম্পের শুল্কের আঘাতে ধসে পড়বে ভারতের অর্থনীতি?
  15. ০৫:২৬ পিএম, ২৭ আগস্ট ২০২৫ চীনের প্রতি নরম, ভারতের ক্ষেত্রে গরম অবস্থানে ট্রাম্প?
  16. ০২:৪৬ পিএম, ২৭ আগস্ট ২০২৫ রাশিয়া থেকে সস্তায় তেল কিনেই এত বড় শাস্তি পাচ্ছে ভারত?
  17. ০১:১৮ পিএম, ২৭ আগস্ট ২০২৫ ৫০ শতাংশ শুল্কারোপ, বন্ধ হয়ে গেছে ভারতের বড় শহরের বস্ত্র উৎপাদন
  18. ১১:৪৯ এএম, ২৭ আগস্ট ২০২৫ ভারতের ওপর শুল্ক কার্যকর, কী করবেন মোদী?
  19. ১১:০৬ এএম, ২৭ আগস্ট ২০২৫ আজ থেকেই ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর
  20. ০৮:৫৮ পিএম, ২৬ আগস্ট ২০২৫ ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে ভারতের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ
  21. ০৫:০৩ পিএম, ২০ আগস্ট ২০২৫ বাংলাদেশকে দেখে মার্কিন তুলা আমদানিতে শুল্কছাড়ের সিদ্ধান্ত ভারতের
  22. ০৯:২৯ এএম, ১৭ আগস্ট ২০২৫ মার্কিন প্রতিনিধিদের ভারত সফর স্থগিত, আটকে গেলো বাণিজ্য আলোচনা
  23. ০৬:৪৯ পিএম, ১৩ আগস্ট ২০২৫ ট্রাম্পের শুল্কের প্রভাব ৬ মাসের বেশি টিকবে না
  24. ১২:২৬ পিএম, ১৩ আগস্ট ২০২৫ রাশিয়া নয়, ভারতকে সাজা দিচ্ছে যুক্তরাষ্ট্র?
  25. ০৯:৪৩ এএম, ১৩ আগস্ট ২০২৫ রাশিয়া থেকে ‌‘তেল আমদানির’ কারণেই ভারতের ওপর ‘রুষ্ট’ ট্রাম্প?
  26. ০৬:০০ পিএম, ১২ আগস্ট ২০২৫ ট্রাম্প-মোদীর ‘বন্ধুত্ব’ নষ্টের নেপথ্যে গরুর দুধ?
  27. ০৩:৫২ পিএম, ১১ আগস্ট ২০২৫ ট্রাম্পের শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক ভারতে
  28. ০৭:২৩ পিএম, ১০ আগস্ট ২০২৫ বাংলাদেশের কাছে বাজার হারানোর শঙ্কায় ভারতের গার্মেন্টস ব্যবসায়ীরা
  29. ০৪:৩২ পিএম, ০৯ আগস্ট ২০২৫ ব্রাজিলের ওপর ৫০% শুল্ক বসিয়েও কেন সুবিধা করতে পারছেন না ট্রাম্প?
  30. ০৭:২৫ পিএম, ০৭ আগস্ট ২০২৫ ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কে বিপাকে ভারত: কোন পথে যাবে নয়াদিল্লি?
  31. ০৬:১২ পিএম, ০৭ আগস্ট ২০২৫ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ৫০% শুল্কারোপের দাবি ভারতীয় নেতার
  32. ০৫:২১ পিএম, ০৭ আগস্ট ২০২৫ ভারতের ওপর হঠাৎ এত ক্ষেপলেন কেন ট্রাম্প?
  33. ০৫:০৩ পিএম, ০৭ আগস্ট ২০২৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারত সফরে যাচ্ছেন পুতিন
  34. ০৪:২২ পিএম, ০৭ আগস্ট ২০২৫ ব্যক্তিগত মূল্য দিতেও প্রস্তুত: ট্রাম্পের শুল্কের জবাবে মোদীর বার্তা
  35. ০৩:৫৯ পিএম, ০৭ আগস্ট ২০২৫ পুতিন এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে: ট্রাম্প
  36. ০৯:৪৩ পিএম, ০৬ আগস্ট ২০২৫ ভারতের ওপর ট্রাম্পের ৫০% শুল্কারোপে বাংলাদেশের সামনে বড় সুযোগ
  37. ০৮:৩৩ পিএম, ০৬ আগস্ট ২০২৫ ভারতের ওপর শুল্ক ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ করলেন ট্রাম্প
  38. ০৪:২৩ পিএম, ০৬ আগস্ট ২০২৫ ভারতের আশাভঙ্গ: ট্রাম্প-মোদীর বিরোধ চরমে
  39. ১০:২৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ ট্রাম্পের শুল্ক হুমকিকে ‘অন্যায় ’ বললো ভারত, ইউরোপ-আমেরিকার কঠোর সমালোচনা
  40. ০৮:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্য হারে’ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  41. ০৪:৩১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি, কী করবে মোদী সরকার?
  42. ০৫:৪৭ পিএম, ০২ আগস্ট ২০২৫ ট্রাম্পের অপমানে হতবাক ভারত, ‘প্রকৃত বন্ধুত্বে’ ফাটল
  43. ০৭:০৫ পিএম, ০১ আগস্ট ২০২৫ ট্রাম্পের শুল্কে চাপে মিয়ানমার, পোশাক খাতের ক্রয়াদেশ আসতে পারে বাংলাদেশে
  44. ১১:৫৯ এএম, ৩১ জুলাই ২০২৫ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে: ট্রাম্প
  45. ১০:৩০ এএম, ৩১ জুলাই ২০২৫ ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
  46. ০৭:০৯ পিএম, ৩০ জুলাই ২০২৫ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের সঙ্গে জরিমানাও বসালেন ট্রাম্প
  47. ০৪:১৫ পিএম, ২৮ জুলাই ২০২৫ যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তিতে লাভ হলো কার?
  48. ০৮:৫৯ পিএম, ২২ জুলাই ২০২৫ যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তি অনিশ্চিত, শুল্কারোপের শঙ্কায় দিল্লি
  49. ০১:৩৬ পিএম, ১৪ জুলাই ২০২৫ যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক স্থগিত, ১ আগস্টের মধ্যে সমঝোতার আশায় ইইউ
  50. ০৮:৩৩ পিএম, ১২ জুলাই ২০২৫ ইইউ-মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
  51. ০৯:০৫ এএম, ১১ জুলাই ২০২৫ কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প
  52. ১২:০১ পিএম, ১০ জুলাই ২০২৫ ইরাক-শ্রীলঙ্কাসহ আরও ৮ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা ট্রাম্পের
  53. ০৯:৩৪ এএম, ১০ জুলাই ২০২৫ ব্রাজিলকে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের, বলসোনারোর বিচার বন্ধের দাবি
  54. ০৪:১৫ পিএম, ০৯ জুলাই ২০২৫ ট্রাম্পের কঠোর শুল্কনীতি: এশিয়ার দেশগুলোই কেন প্রধান টার্গেট?
  55. ১২:২৮ পিএম, ০৯ জুলাই ২০২৫ ১ আগস্টের সময়সীমা আর বদলাবে না, শুল্ক নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা
  56. ১০:৩৫ এএম, ০৯ জুলাই ২০২৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে ব্যর্থতার অভিযোগ
  57. ১০:০৫ এএম, ০৯ জুলাই ২০২৫ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা আজ শুরু
  58. ০৮:৫৬ এএম, ০৯ জুলাই ২০২৫ তামা ও ওষুধের ওপর বড় শুল্ক আরোপ করবেন ট্রাম্প
  59. ০৫:০৮ পিএম, ০৮ জুলাই ২০২৫ ট্রাম্পের শুল্ক কমানোকে ‘জয়’ হিসেবে দেখছে কম্বোডিয়া
  60. ০১:৫৫ পিএম, ০৮ জুলাই ২০২৫ যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না: অর্থ উপদেষ্টা
  61. ০১:০৬ পিএম, ০৮ জুলাই ২০২৫ ট্রাম্পের নতুন ঘোষণায় কোন দেশের ওপর কত শুল্ক?
  62. ১২:০২ পিএম, ০৮ জুলাই ২০২৫ যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্কারোপ, ছাড় পেতে আশাবাদী বাংলাদেশ
  63. ১১:১৪ এএম, ০৮ জুলাই ২০২৫ ট্রাম্পের নতুন শুল্কের সময়সীমা ‘শতভাগ চূড়ান্ত নয়’, রয়েছে দর-কষাকষির সুযোগ
  64. ০৯:৫৬ এএম, ০৮ জুলাই ২০২৫ উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢাকা
  65. ০৮:৩১ এএম, ০৮ জুলাই ২০২৫ জাপান-দক্ষিণ কোরিয়াসহ ৬ দেশের পণ্যে নতুন করে শুল্ক বসালেন ট্রাম্প
  66. ০৪:৪৯ এএম, ০৮ জুলাই ২০২৫ বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, ১ আগস্ট কার্যকর
  67. ০৬:১৫ পিএম, ০৬ জুলাই ২০২৫ ট্রাম্পের শুল্কবিরতির মেয়াদ শেষের পথে, বাড়ছে অনিশ্চয়তা
  68. ০৭:৫৮ পিএম, ০৪ জুলাই ২০২৫ ৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের
  69. ১১:০০ এএম, ০৩ জুলাই ২০২৫ ভিয়েতনামের সঙ্গে ট্রাম্পের নতুন বাণিজ্য চুক্তি, কমলো শুল্কহার
  70. ০৭:১৮ পিএম, ০১ জুলাই ২০২৫ ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কি ভেস্তে যাচ্ছে?
  71. ০৯:০২ এএম, ১১ জুন ২০২৫ বাণিজ্য উত্তেজনা কমাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন
  72. ০৮:৫২ পিএম, ০৫ জুন ২০২৫ বাণিজ্য উত্তেজনার মধ্যে ট্রাম্প-শি জিনপিংয়ের ফোনালাপ
  73. ০৪:৩১ পিএম, ০২ জুন ২০২৫ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি ‘লঙ্ঘন করেছে’, অভিযোগ চীনের
  74. ০৩:১০ পিএম, ০১ জুন ২০২৫ ট্রাম্পের পরিকল্পনার পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ইউরোপ
  75. ১২:১৬ পিএম, ২৮ মে ২০২৫ মার্কিন শুল্কের সমাধানে হিমশিম খাচ্ছে আসিয়ানের দেশগুলো
  76. ০২:২৩ পিএম, ২৫ মে ২০২৫ ট্রাম্পের শুল্কনীতির কারণে পণ্যের দাম বাড়াবে যেসব কোম্পানি
  77. ১২:৩৩ পিএম, ২৫ মে ২০২৫ বাণিজ্যযুদ্ধের ডামাডোলে ভিয়েতনামকে বদলে দেওয়ার পরিকল্পনা যার হাতে
  78. ০৬:২০ পিএম, ২৪ মে ২০২৫ আইফোন যুক্তরাষ্ট্রে তৈরিতে ট্রাম্পের চাপ থাকলেও বাস্তবায়ন কঠিন
  79. ০৮:৫০ পিএম, ১৯ মে ২০২৫ চীন-যুক্তরাষ্ট্র চুক্তিতে আশাভঙ্গ ভারতের, অধরাই থাকবে ‘বিশ্ব কারখানা’র স্বপ্ন?
  80. ০৭:১৭ পিএম, ১৫ মে ২০২৫ মার্কিন পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে ভারত ও পাকিস্তান
  81. ০৯:৩৪ পিএম, ১৪ মে ২০২৫ চীনা পণ্যে শুল্ক, বড় ধাক্কা লাগতে চলেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে
  82. ১২:৩৮ পিএম, ১৪ মে ২০২৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে
  83. ১২:০৪ পিএম, ০৩ মে ২০২৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে চীন কেন এগিয়ে
  84. ০৫:২০ পিএম, ৩০ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কের চাপে কারখানা সরানোর পরিকল্পনা স্যামসাংয়ের
  85. ০২:১২ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বন্ধ করে দিয়েছে চীন
  86. ১১:২৭ এএম, ২৮ এপ্রিল ২০২৫ চীন-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনায় অগ্রগতির আভাস
  87. ০৬:২১ পিএম, ২২ এপ্রিল ২০২৫ শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে ৫০০০ কোটি ডলার বিনিয়োগ করবে সুইস কোম্পানি
  88. ০৪:৪০ পিএম, ২০ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রে দামি পণ্যের ডেলিভারি স্থগিত করলো ডিএইচএল
  89. ০১:২৬ পিএম, ২০ এপ্রিল ২০২৫ মার্কিন ডলারের ওপর আস্থা হারাচ্ছে বিশ্ব?
  90. ০৫:০৭ পিএম, ১৯ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কে কঠিন পরীক্ষার মুখে চীনের প্রতিবেশীরা
  91. ০৫:১৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৫ বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাই লড়বে চীন?
  92. ০১:২৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৫ পাকিস্তানের ১৪০ কোটি ডলারের রপ্তানি ঝুঁকিতে, সুযোগ বাংলাদেশের
  93. ০৯:০০ এএম, ১৪ এপ্রিল ২০২৫ কাউকে ছেড়ে দেওয়া হয়নি, শুল্ক নিয়ে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের
  94. ০১:২১ পিএম, ১৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কে ক্ষতিগ্রস্তদের কাছে টানতে পারে চীন
  95. ০৫:২৭ পিএম, ১২ এপ্রিল ২০২৫ ট্রাম্পের ‘শুল্ক বিরতি’তে ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
  96. ১০:১৯ পিএম, ১০ এপ্রিল ২০২৫ চীনের ওপর যুক্তরাষ্ট্রের সর্বমোট শুল্ক ১৪৫ শতাংশ: হোয়াইট হাউজ
  97. ০৮:৫৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ শুল্ক বসালো চীন
  98. ০৪:১৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৫ ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরে দিশেহারা বিশ্ব
  99. ০৩:১২ পিএম, ০৯ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কারোপ, পণ্যের দাম বাড়ার শঙ্কায় ৭৩ শতাংশ মার্কিনি
  100. ০৪:২৫ পিএম, ০৮ এপ্রিল ২০২৫ শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পাঠাবে মালয়েশিয়া
  101. ০৪:০২ পিএম, ০৮ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের শুল্কারোপে কম্বোডিয়ার গার্মেন্টস শিল্পে ধসের শঙ্কা
  102. ০২:৩৩ পিএম, ০৮ এপ্রিল ২০২৫ বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: পল ক্রুগম্যান
  103. ১২:৪২ পিএম, ০৮ এপ্রিল ২০২৫ চীনা পণ্যে আরও ৫০ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প
  104. ১২:২৮ পিএম, ০৮ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কে সবচেয়ে বড় ধাক্কা খাবে ভিয়েতনাম
  105. ০৮:১৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য অর্ধ শতাধিক দেশের আবেদন
  106. ০৪:৫১ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ ৩৭ শতাংশ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি
  107. ০২:৫৫ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ ট্রাম্পের ‘দাওয়াইয়ে’ এশিয়ার শেয়ার বাজারে ধস
  108. ০১:২০ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ শুল্ক আরোপ নিয়ে নানা দেশে টানাপোড়েন, অটল অবস্থানে ট্রাম্প
  109. ০৮:২২ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি স্থগিত করলো জাগুয়ার ল্যান্ড রোভার
  110. ০৬:২১ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক কার্যকর, বাংলাদেশের হাতে সময় আছে কতদিন?
  111. ০৬:০৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ ট্রাম্পের পাল্টা শুল্কারোপ, সম্পদ হারালেন বিশ্বের শীর্ষ ধনীরা
  112. ০৫:২২ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে ফেঁসে যাচ্ছে অ্যাপল
  113. ০৪:৫৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামিয়ে আনতে চায় ভিয়েতনাম
  114. ০৩:৫৬ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কারোপ: বাণিজ্যযুদ্ধ এড়াতে কী ভাবছে দেশগুলো?
  115. ০২:০৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  116. ০৬:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৫ মার্কিন শুল্ক ইস্যুতে আসিয়ান সদস্যদের সঙ্গে আলোচনা করবে মালয়েশিয়া
  117. ০২:১১ পিএম, ০৪ এপ্রিল ২০২৫ বাংলাদেশে কত শুল্ক দেন মার্কিন ব্যবসায়ীরা, কতটা কমানো যাবে?
  118. ০৯:৩৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধানের আশা ড. ইউনূসের
  119. ০৯:০৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কারোপ: ১০০ বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে বড় পরিবর্তন
  120. ০৭:১০ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের ‘শুল্ক বোমা’ সামলাতে সম্ভাব্য করণীয়
  121. ০৬:২৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্ক আরোপ: বিশ্ববাজারে সোনার বড় দরপতন
  122. ০৫:৪১ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাবেন রপ্তানিকারকরা
  123. ০৫:০১ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বিশ্ব নেতারা
  124. ০২:৪৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ‘মোদী আমার বন্ধু’ বলেই ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
  125. ০২:১৭ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ বাংলাদেশের রপ্তানিতে অশনি সংকেত!
  126. ০১:৫২ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্ক থেকে ছাড় পেলো না জনমানবহীন দ্বীপও
  127. ০১:০১ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কবে থেকে কার্যকর?
  128. ১২:৩৪ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ রপ্তানি, বিনিয়োগ ও অর্থনীতি ক্ষতির মধ্যে পড়ার শঙ্কা
  129. ১২:০৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ তীব্র প্রতিক্রিয়া ইউরোপে, পাল্টা ব্যবস্থার হুমকি চীনের
  130. ১১:৩১ এএম, ০৩ এপ্রিল ২০২৫ বাংলাদেশসহ এশিয়ার কোন দেশ কতটা ভুক্তভোগী?
  131. ১০:২৪ এএম, ০৩ এপ্রিল ২০২৫ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কত শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
  132. ০৯:৪২ এএম, ০৩ এপ্রিল ২০২৫ সবচেয়ে কম শুল্ক আরোপ হলো যেসব দেশে
  133. ০৯:৩৫ এএম, ০৩ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ
  134. ০৯:২৬ এএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের ঘোষণায় সর্বোচ্চ শুল্ক আরোপ হলো যেসব দেশে
  135. ০৯:০৩ এএম, ০৩ এপ্রিল ২০২৫ কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  136. ০৬:১৭ এএম, ০৩ এপ্রিল ২০২৫ বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের