আফগানিস্তানে ধ্বংসযজ্ঞের মধ্যেই ফের ভূমিকম্প, সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন দেশ
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান/ ছবি: এক্স@নিলুফার আইয়ুবি
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ৫ দশমিক ২ মাত্রার নতুন ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।
এর দুদিন আগে, গত রোববার রাতে আঘাত হানা ছয় মাত্রার ভূমিকম্পে এরই মধ্যে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে মৃতের সংখ্যা অন্তত ১ হাজার ৪১১। আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি মানুষ এবং ধসে গেছে অন্তত ৫ হাজার ৪০০ ঘরবাড়ি।
আরও পড়ুন>>
- ২৪ ঘণ্টা পরও পৌঁছায়নি সাহায্য, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ
- আফগানিস্তানে ভূমিকম্প/ ৫ মিনিট পরপর নতুন রোগী আসছে, জানালেন চিকিৎসক
- বারবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে আফগানিস্তান
জাতিসংঘের আফগানিস্তান মানবিক সমন্বয়ক ইন্দ্রিকা রাতওয়াত্তে সতর্ক করে বলেছেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধারকাজে বড় বাধার কারণে মৃতের সংখ্যা ‘গুণোত্তর হারে বাড়তে পারে’। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই ভূমিকম্পে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।
আফগানিস্তানের পাশে বিশ্ব
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মহল। যুক্তরাজ্য জানিয়েছে, তারা জাতিসংঘ ও রেড ক্রসের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও জরুরি ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ১০ লাখ পাউন্ড বরাদ্দ দিয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত এরই মধ্যে কাবুলে এক হাজার পরিবারে জন্য তাঁবু পাঠিয়েছে এবং কুনার প্রদেশে ১৫ টন খাদ্য পাঠানো হয়েছে। আরও সহায়তা সামগ্রী আজই পাঠানো হবে।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা ১৩০ টন জরুরি সরঞ্জাম পাঠাচ্ছে এবং ১০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানের অন্যতম প্রধান সহায়তাদাতা হলেও যুক্তরাষ্ট্রের সহায়তা নাটকীয়ভাবে কমে যাওয়ায় সংকট মোকাবিলায় ঝুঁকি তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে থাকা আফগানিস্তানে এ সহায়তা ব্যাহত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
ফের আঘাত হানা ভূমিকম্পের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারও মানুষ। এদিকে ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছে অনেকে, আর ঠান্ডা, ক্ষুধা ও আশ্রয়হীনতার কারণে দুর্গতদের দুর্ভোগ বাড়ছে।
সূত্র: আল-জাজিরা
কেএএ/
টাইমলাইন
- ০৭:৩২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ধ্বংসযজ্ঞের মধ্যেই ফের ভূমিকম্প, সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন দেশ
- ০৫:০২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ ২৪ ঘণ্টা পরও পৌঁছায়নি সাহায্য, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ
- ০৪:৩৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্পে বাড়ছে লাশের সারি, ১৪০০ ছাড়ালো প্রাণহানি
- ০৩:১৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯ শতাধিক, আহত ৩০০০
- ০১:৫০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে বাড়ছে মৃতের সংখ্যা, আরও সহায়তা প্রয়োজন
- ০৩:৩৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ ‘ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ, মরদেহ সরানোরও লোক নেই’
- ০২:৫৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা, প্রাণহানি ৮০০ ছাড়ালো
- ০১:৫২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ বারবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে আফগানিস্তান
- ০১:১৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ ৫ মিনিট পরপর নতুন রোগী আসছে, জানালেন চিকিৎসক
- ১২:৫৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ ভূমিকম্পে আফগানিস্তানে নিহত বেড়ে ৬২২
- ১২:১৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ বন্যার ধকল সামলানোর আগেই ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান
- ১১:৫৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত প্রায় ৫০০, আরও প্রাণহানির শঙ্কা
- ১১:৫৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফটারশকে কেঁপেই চলেছে আফগানিস্তান
- ১০:৪৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ২৫০
- ০৯:৫৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্প, শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা
- ০৮:৪৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্প, জরুরি সহায়তা চেয়েছে তালেবান
- ০৮:০৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, ২০ জনের বেশি নিহত
- ০১:০৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কি সত্যিই সম্ভব?