আফগানিস্তানে ভূমিকম্পে নিহত প্রায় ৫০০, আরও প্রাণহানির শঙ্কা
আফগানিস্তানে ভূমিকম্প/ছবি: এএফপি
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ১ হাজার মানুষ। আফগানিস্তানের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) এ তথ্য নিশ্চিত করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার।
ভূমিকম্পে কুনার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে একাধিক সূত্র বলছে, ভূমিকম্পে ‘শত শত মানুষ মারা গেছে’ এবং আরও অনেকে আহত হয়েছে।
হেলিকপ্টারে করে মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা পরিচালনাকারী এক তালেবান নেতা বলেন, এখনো প্রদেশের অনেক জেলায় আফটারশক অনুভূত হচ্ছে। কুনার প্রদেশের আরেক কর্মকর্তা বলছেন, ‘মৃত্যুর সংখ্যা ভয়াবহ’।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম এবং পৌঁছানো কঠিন হওয়ায় কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারছে না। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না এবং অন্য অংশে ভূমিধস এবং বন্যার কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
- আরও পড়ুন:
- ভূমিকম্পে ৫ শতাধিক প্রাণহানি/ আফটারশকে কেঁপেই চলেছে আফগানিস্তান
- আফগানিস্তানে ভূমিকম্প, শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা
- আফগানিস্তানে ভূমিকম্প, জরুরি সহায়তা চেয়েছে তালেবান
আফগানিস্তান ভূমিকম্প প্রবণ হওয়ার কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এটি এমন বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপরে অবস্থিত যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে। ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে এক হাজার মানুষ নিহত এবং আরও তিন হাজার মানুষ আহত হয়। গত দুই দশকের মধ্যে দেশটিতে এটাই ছিল সবচেয়ে মারাত্মক বিপর্যয়। ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল কিন্তু এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
টিটিএন
টাইমলাইন
- ০৭:৩২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ধ্বংসযজ্ঞের মধ্যেই ফের ভূমিকম্প, সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন দেশ
- ০৫:০২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ ২৪ ঘণ্টা পরও পৌঁছায়নি সাহায্য, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ
- ০৪:৩৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্পে বাড়ছে লাশের সারি, ১৪০০ ছাড়ালো প্রাণহানি
- ০৩:১৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯ শতাধিক, আহত ৩০০০
- ০১:৫০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে বাড়ছে মৃতের সংখ্যা, আরও সহায়তা প্রয়োজন
- ০৩:৩৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ ‘ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ, মরদেহ সরানোরও লোক নেই’
- ০২:৫৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা, প্রাণহানি ৮০০ ছাড়ালো
- ০১:৫২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ বারবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে আফগানিস্তান
- ০১:১৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ ৫ মিনিট পরপর নতুন রোগী আসছে, জানালেন চিকিৎসক
- ১২:৫৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ ভূমিকম্পে আফগানিস্তানে নিহত বেড়ে ৬২২
- ১২:১৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ বন্যার ধকল সামলানোর আগেই ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান
- ১১:৫৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত প্রায় ৫০০, আরও প্রাণহানির শঙ্কা
- ১১:৫৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফটারশকে কেঁপেই চলেছে আফগানিস্তান
- ১০:৪৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ২৫০
- ০৯:৫৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্প, শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা
- ০৮:৪৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ভূমিকম্প, জরুরি সহায়তা চেয়েছে তালেবান
- ০৮:০৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, ২০ জনের বেশি নিহত
- ০১:০৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কি সত্যিই সম্ভব?
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা
- ২ ভারত-রাশিয়ার বন্ধুত্ব ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’: মোদী
- ৩ রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বিজ্ঞানীর ২১ বছর কারাদণ্ড
- ৪ পর্যটন মৌসুমে ভয়াবহ বন্যা, চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
- ৫ রাশিয়ায় বিদেশি অ্যাপ ব্যবহারে কড়াকড়ি, বন্ধ স্ন্যাপচ্যাট ও ফেসটাইম