সোমালিয়ার হোটেলে হামলায় নিহত ১৪
সোমালিয়ার রাজধানী মোগাদেসুর একটি হোটেলে আল শাবাবের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নাসা-হাবলদ নামের একটি হোটেলে হামলা চালায় আল শাবাবের জঙ্গিরা। হোটেলের অতিথিদের লক্ষ্য করে তারা এলোপাতাড়ি গুলি করেছে। হামলার সময় জঙ্গিরা বেশ কয়েকজনকে জিম্মি করে নিয়ে গেছে।
বন্দুকধারীদের হামলায় নিরাপত্তারক্ষী এবং বেসামরিক নাগরিকসহ ১৪ জন নিহত হয়েছে। বেশ কয়েকজন হামলাকারীও হামলায় নিহত হয়েছে।
আল শাবাবের যোদ্ধারা ক্রমাগত ওই শহরে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে শহরে বেশ কিছু হোটেলে এ ধরনের হামলা চালানো হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এক আত্মঘাতী হোটেলের প্রবেশদ্বারে প্রথম হামলা চালায়। এছাড়া হোটেলে ঢুকে বন্দুকধারীরা এলোপাতাড়ে গুলি ছুড়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
টিটিএন/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ গ্রীসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৫৪৫ অভিবাসী উদ্ধার
- ২ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ৩ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর
- ৪ যুক্তরাজ্যের কারাগারে অনশন, ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মীর মৃত্যু ঝুঁকি
- ৫ সুদানের নতুন মৃত্যুনগরী কোরদোফান, ১৬ বেসামরিকের প্রাণহানি