আত্মঘাতী বোমা হামলায় কাবুলে নিহত ৮
আফগানিস্তানের রাজধানী কাবুলে সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী হামলায় ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে চালানো এই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে কমপক্ষে ৫ জন বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে কাবুলের পুলিশ প্রধানের মুখপাত্র হাসমত স্তানেকজাই। সামরিক বাহিনীর বাসটিই হামলাকারীর লক্ষ্যবস্তু ছিল বলেও জানিয়েছেন তিনি। কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকা এলাকায় হামলাটি ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
তালেবান বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা ও আফগানিস্তানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটল।
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর একজন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ তার প্রতিদ্বন্দ্বী বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা আশরাফ ঘানির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছেন।
দ্বিতীয় দফার নির্বাচনের ফল বুধবার ঘোষণা করার কথা রয়েছে। প্রেসিডেন্ট হামিদ কাজাইয়ের দ্বিতীয় মেয়াদ শেষে এই নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে আফগানিস্তানের ইতিহাসে। প্রাথমিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার না করলেও তালেবান এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : রয়টার্স
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পাকিস্তানের পাঞ্জাবে ঘুড়ি উড়ানো নিয়ন্ত্রণে কঠোর আইন পাস
- ২ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে গুলি করে হত্যা
- ৩ কম্বোডিয়ায় ঢুকে বিষ্ণুর মূর্তি গুঁড়িয়ে দিলেন থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা
- ৪ ইতালিতে বাংলাদেশিদের হাতেই নির্যাতিত বাংলাদেশি, গ্রেফতার ৩
- ৫ ভারতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১১