অন্ধ্রপ্রদেশে বাস-ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ১৪
ভারতের অন্ধ্রপ্রদেশে বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। রোববার সকালে অন্ধ্রপ্রদেশের কুরনুলের ন্যাশনাল হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
দুর্ঘটনা থেকে চার শিশু বেঁচে গেলেও এদের মধ্যে দু'জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আধার কার্ড এবং ফোন নাম্বারের ওপর ভিত্তি করে পুলিশ হতাহতদের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।
রাজ্যের কুরনুল জেলার ভেলদুর্তি মন্ডলের মাদারপুর গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এএনআই নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের গভ. জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুরনুলের পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, দুর্ঘটনার সময় বাসে ১৮ জন যাত্রী ছিলেন। কুরনুল থেকে ২৫ কিলোমিটার দূরে রোববার ভোর ৪টার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, মাদানাপাল্লি থেকে রাজস্থানের চিত্তর জেলার দিকে যাচ্ছিল ওই বাসটি। দুর্ঘটনার সময় বাসের ভেতরেই অনেকের মৃত্যু হয়েছে। মরদেহ বাস থেকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। চালক ঘুমিয়ে পড়েছিলেন কীনা বা টায়ার বিস্ফোরণ অথবা নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে।
টিটিএন/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পাকিস্তানের পাঞ্জাবে ঘুড়ি উড়ানো নিয়ন্ত্রণে কঠোর আইন পাস
- ২ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে গুলি করে হত্যা
- ৩ কম্বোডিয়ায় ঢুকে বিষ্ণুর মূর্তি গুঁড়িয়ে দিলেন থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা
- ৪ ইতালিতে বাংলাদেশিদের হাতেই নির্যাতিত বাংলাদেশি, গ্রেফতার ৩
- ৫ ভারতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১১