ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

নবদম্পতির জন্য ভ্রমণ কেন জরুরি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের পরপরই নবদম্পতির জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। তবে বিয়ের অনুষ্ঠানের বেশ কিছুদিন আগে থেকেই নানান প্রস্তুতি ও পরিবার নিয়ে খুব ব্যস্ত সময় কাটে নতুন যুগলের।

এমনকি বিয়ের কয়েকদিন পর পর্যন্ত চলে এসব আনুষ্ঠানিকতা। ফলে নবদম্পতির নিজেদের জন্য সময় পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই এইসব মানসিক চাপ সঙ্গে নিয়ে নতুন অধ্যায় শুরু না করে মাঝে একটা বিরতি দরকার হয়ে পড়ে।

বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে এই বিরতি বা ভ্রমণ — এটাই হানিমুন। তবে শুধু মানসিক চাপের জন্য না, নবদম্পতির জন্য ভ্রমণ জরুরি আরও বেশ কিছু কারণে। চলুন জেনে নেওয়া যাক, নবদম্পতি একান্তে বেড়াতে যাওয়া উচিত কেন-

নবদম্পতির জন্য ভ্রমণ কেন জরুরি

১. একান্তে সময় কাটানো
গবেষণা বলছে, দাম্পত্য জীবনের শুরুর দিনগুলোতে একান্তে সময় কাটানো সম্পর্ককে আরও দৃঢ় করে। ২০১৯ সালে প্রকাশিত জার্নাল অব ম্যারেজ অ্যান্ড ফ্যামিরি-তে প্রকাশিত একটি গবেষণা বলছে, যারা বিয়ের শুরুতেই একান্তে ভালো সময় কাটান, তাদের দাম্পত্য সম্পর্ক দীর্ঘমেয়াদে বেশি স্থিতিশীল হয়।

২. স্মৃতি তৈরি ও মানসিক স্বাস্থ্যের উপকারিতা
ভ্রমণ নতুন অভিজ্ঞতা ও সুন্দর স্মৃতি তৈরি করে। ২০২১ সালে প্রকাশিত জার্নাল অব ফ্যামিলি সাইকোলজি-তে প্রকাশিত এক গবেষণা জানায়, একসঙ্গে ভ্রমণ দম্পতির মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। সেই সঙ্গে সম্পর্কের সন্তুষ্টি দীর্ঘদিন ধরে বজায় রাখতে সাহায্য করে।

নবদম্পতির জন্য ভ্রমণ কেন জরুরি

৩. দম্পতির মধ্যে টিমওয়ার্ক তৈরি
ভ্রমণে কোথায় যাবেন, কী খাবেন বা কোনো সমস্যা হলে কীভাবে সমাধান করবেন—এসব সিদ্ধান্ত দু’জনকে একসঙ্গে নিতে হয়। গটম্যান ইনস্টিটিউট রিসার্চ (২০২৪)-এর মতে, এভাবে একসঙ্গে সিদ্ধান্ত নিলে দম্পতির যোগাযোগ দক্ষতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ে।

৪. জীবনের নতুন ধাপের প্রতীক
হানিমুন আসলে কেবল ঘুরাঘুরি নয়, এটি দাম্পত্য জীবনের এক প্রতীকী সূচনা। জার্নাল অব কনটেক্সটচুয়াল বিহেভিয়রাল সায়েন্স (২০২৩) বলছে, বিয়ের পর একসঙ্গে ভ্রমণে যাওয়া দাম্পত্য জীবনে মানসিক সম্পর্ককে আরও গভীর করে তোলে।

নবদম্পতির জন্য ভ্রমণ কেন জরুরি

৫. স্ট্রেস কমানোর সুযোগ
বিয়ের আয়োজন সাধারণত শারীরিক ও মানসিক চাপ বাড়িয়ে তোলে। (২০২০) সালে জার্নাল অব বিহেভিয়রাল মেডিসিন-এর একটি গবেষণায় দেখা যায়, ভ্রমণ মানসিক চাপ ও উদ্বেগ কমাতে কার্যকর। ফলে বিয়ের শুরুতেই বেড়াতে গেলে নবদম্পতিরা নতুন জীবন আরও সতেজভাবে শুরু করতে পারেন।

নবদম্পতির জন্য ভ্রমণ কেন জরুরি

৬. সম্পর্কে রোমান্স জাগিয়ে রাখা
নতুন পরিবেশ, ভিন্ন অভিজ্ঞতা ও নিরিবিলি সময় — এসব একসঙ্গে হয়ে সম্পর্কের মধ্যে রোমান্টিক অনুভূতি বাড়িয়ে তোলে। জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পারসোনাল রিলেশনশিপ-এর ২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, যৌথ ভ্রমণ দম্পতির মধ্যে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা বাড়ায়, যা দীর্ঘমেয়াদে সম্পর্ককে উষ্ণ রাখে।

নবদম্পতির জন্য ভ্রমণ কেন জরুরি

বিয়ের পর ভ্রমণ বা হানিমুনকে অনেকেই শুধু বিলাসিতা ভেবে থাকেন। কিন্তু আসলে এটি দাম্পত্য সম্পর্কের ভিত্তি মজবুত করার এক গুরুত্বপূর্ণ ধাপ। একসঙ্গে কাটানো সেই নিরবচ্ছিন্ন সময়, তৈরি হওয়া নতুন স্মৃতি ও রোমান্স জাগিয়ে রাখার অভিজ্ঞতা নবদম্পতির সম্পর্ককে দৃঢ় ও স্থায়ী করে। তাই বিলাসবহুল হোক আর বাজেট ট্যুর হোক, বিয়ের পর শুধুমাত্র সঙ্গীক নিয়ে ঘুরে আসুন নিরিবিলি কোথাও।

সূত্র: জার্নাল অব মেরেজ অ্যান্ড ফ্যামিলি (২০১৯), জার্নাল অব ফ্যামিলি সাইকোলজি (২০২১), গটম্যান ইনস্টিটিউট রিসার্চ (২০২৪), জার্নাল অব কনটেক্সচুয়াল বিহেভিয়ারাল সায়েন্স (২০২৩), জার্নাল অব বিহেভিয়ারাল মেডিসিন (২০২০), জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপস (২০২২)

এএমপি/এএসএম

আরও পড়ুন