ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

মুখের ব্রণ চেপে ফাটালে হতে পারে প্যারালাইসিস

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আমাদের ত্বকের বিভিন্ন জায়গায় ব্রণের সমস্যা হতে পারে। ব্রণ দূর করতে নানা উপকরণ ও পণ্য ব্যবহার করেন অনেকে। এছাড়া ব্রণে হাত বা নখ দেওয়ার একটি প্রবণতাও দেখা যায়। অনেকেই আবার ব্রণ ফাটিয়ে ফেলেন।

কিন্তু মুখের একটি বিশেষ স্থানের ব্রণ ফাটালে, তা প্যারালাইসিসসের কারণ হতে পারে বলে জানিয়েছেন আমেরিকান হলিস্টিক প্লাস্টিক সার্জন ড. অ্যান্থনি ইউন।

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে তিনি জানান, মুখের ব্রণ ফাটানোর অভ্যাস থেকে নানারকম সমস্যা হতে পারে। কিন্তু দুই ভ্রুর মাঝে যদি কোনো ব্রণ তৈরি হয়, তাহলে তা না ফাটানোই ভালো। অন্যথায় প্যারালাইসিসও হতে পারে।

দুই ভ্রুর সংযোগস্থলে দেহের গুরুত্বপূর্ণ কিছু স্নায়ু মিলিত হয়। এই স্নায়ুগুলো সরাসরি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। ফলে এখানকার কোনো ব্রণ ফাটালে বা খুঁটলে সেই সংক্রমণ সরাসরি মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে। ফলে মুখে প্যারালাইসিস হতে পারে। ঘন ঘন খিঁচুনিও হতে পারে।

একাধিক রোগীর ক্ষেত্রে দেখা গেছে, তারা প্রাণে বেঁচে গেছেন। তবে তাদের অনেকেরই মস্তিষ্কের একটি অংশ চিরকালের জন্য প্যারালাইসিস হয়ে গেছে।

মুখের ব্রণ চেপে ফাটালে হতে পারে প্যারালাইসিস

আসলে কী তাই?

নানা রকম গবেষণা থেকে নানা জানা যায়, মুখে একটি ‘ডেঞ্জার জ়োন’ আছে। আমাদের উপরের ঠোঁট থেকে নাক পর্যন্ত যে ত্রিভুজাকার অংশটি থাকে, তাকে মৃত্যুর ত্রিভুজ বা ‘ডেঞ্জারাস ট্রায়াঙ্গেল’বলা হয়।
এই এলাকায় এমন কিছু শিরা রয়েছে যা ক্যাভারনাস সাইনাস নামের একটি রক্তনালীর মাধ্যমে সরাসরি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। এই অংশে থাকা ব্রণ বা ফুসকুড়ি চাপলে বা নাড়াচাড়া করলে গুরুতর ইনফেকশন হওয়ার এবং তা মস্তিষ্কে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে, যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

কী করতে হবে

দুই ভ্রুর মাঝে ফুসকুড়ি বা ব্রণ হলে না ফাটিয়ে ঘরোয়া পদ্ধতিতে সমাধান করা উচিত।

১. একটি পরিষ্কার সুতির তোয়ালে হালকা গরম পানিতে ভিজিয়ে ব্রণের উপর ১০ মিনিট ধরে রেখে দিন। এটি ব্রণের ভেতরের পুঁজকে দূর করে ও ব্রণ নিজে থেকেই শুকিয়ে যাবে।

২. ১ চা চামচ নারিকেল তেল বা জলপাই তেলে ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্রণের উপর লাগিয়ে নিন। টি ট্রি অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণের সংক্রমণ কমাবে।

৩. খাঁটি মধু সরাসরি ব্রণের উপর ২০ মিনিট রাখুন। এছাড়া তাজা অ্যালোভেরা জেল ব্রণের উপর লাগিযে নিলে ব্রণ ফেটে যাবে।

৪. ব্রণের সংখ্যা বা আকার বড় হলে চর্মরোগ চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হেলথ

আরও পড়ুন:

প্যারাসিটামলে জ্বর না কমলে যা করবেন
ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া, কীভাবে বুঝবেন

এসএকেওয়াই/এএমপি/এমএস

আরও পড়ুন