ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কেউ বোকা বোকা প্রশ্ন করলে কীভাবে উত্তর দেবেন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপনার কি কখনো কারো প্রশ্ন শুনে মনে হয় যে, সামনের মানুষটি একটি বোকা বোকা প্রশ্ন করছে? কমবেশি সবাই এমন কোনো না কোনো পরিস্থিতিতে পড়েছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই ভাবনাটি প্রকাশ করলে প্রশ্নকর্তার কেমন লাগবে?

আপনার কাছে বোকা প্রশ্ন মনে হলেও আরেকজনের জন্য হয়তো সেটি জানা প্রয়োজন। এমন সময় তার প্রশ্নটি নিয়ে কৌতুক করলে তিনি জানার আগ্রহ হারিয়ে ফেলবেন, বা তার আত্মবিশ্বাস কমে যাবে। এটি মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে।

অফিস, ক্লাসরুম কিংবা পরিবার—যেখানেই হোক না কেন, এই ধরনের প্রশ্নে অনেকে বিরক্ত হন বা মজা করে উড়িয়ে দেন। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, এভাবে প্রতিক্রিয়া দেখানো সম্পর্কের জন্য ভালো নয়। বরং যেকোনো প্রশ্নকে সম্মান দিয়ে উত্তর দেওয়া উচিত।

আজ ২৮ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় একটি অদ্ভুত দিবস—আস্ক এ স্টুপিড কোয়েশ্চন ডে। অর্থাৎ, বোকা প্রশ্ন করার দিন। চলুন আজকের এই দিনে জেনে নেওয়া যাক বোকা বোকা লাগে এমন প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া উচিত।

১. প্রশ্নকে ছোট করবেন না
গবেষণায় দেখা গেছে, কোনো প্রশ্নকে ‘বোকা’ বলে তুচ্ছ করলে মানুষ মানসিকভাবে আঘাত পান। ২০২০ সালে প্রকাশিত জার্নাল অব এক্সপেরিমেন্টাল সোশ্যাল সাইকোলজি-এর একটি গবেষণা বলছে, এভাবে উপেক্ষা করা হলে মানুষ পরবর্তীতে আর কোনো প্রশ্ন করার আগ্রহ পায় না। ফলে শেখার পথ বন্ধ হয়ে যায়।

২. শান্ত ও হালকা ভঙ্গি বজায় রাখুন
‘বোকা প্রশ্ন’ শুনে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, শান্ত ভঙ্গি বজায় রেখে উত্তর দিলে সম্পর্ক সুন্দর থাকে। হার্ভার্ড বিজনেস রিভিউ (২০২১)-এর মতে, কর্মক্ষেত্রে যারা সহকর্মীর প্রশ্নকে সম্মান দিয়ে উত্তর দেন, তারা সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পারেন।

কেউ বোকা বোকা প্রশ্ন করলে কীভাবে উত্তর দেবেন

৩. প্রশ্নের মধ্যে সম্ভাবনা খুঁজুন
অনেক সময় যে প্রশ্নটাকে প্রথমে বোকা মনে হয়, সেটিই হতে পারে নতুন কোনো আলোচনার দরজা। যেমন—‘গাছ কি ঘুমায়?’ শুনতে হাস্যকর হলেও বিজ্ঞানের উত্তর হলো, গাছেরও দিন-রাতের ছন্দ আছে। জার্নাল অব প্ল্যান্ট সায়েন্স (২০১৯)-এ এ বিষয়ে গবেষণা প্রকাশিত হয়েছে।

৪. রসিকতা নয়, উৎসাহ দিন
যদি কারও প্রশ্ন সত্যিই অদ্ভুত হয়, তবুও সেটি নিয়ে হাসাহাসি না করে বরং উৎসাহ দিন। মনোবিজ্ঞানীরা বলেন, এতে মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং আবারও প্রশ্ন করতে ও শিখতে সাহস পায়।

আসলে কোনো প্রশ্নই পুরোপুরি বোকা নয়। প্রতিটি প্রশ্নের মধ্যেই থাকে শেখার সুযোগ। তাই কেউ বোকা প্রশ্ন করলে বিরক্ত না হয়ে, একটু ধৈর্য নিয়ে উত্তর দিন।

সূত্র: জার্নাল অব এক্সপেরিমেন্টাল সোশ্যাল সাইকোলজি (২০২০), হার্ভার্ড বিজনেস রিভিউ (২০২১), জার্নাল অব প্ল্যান্ট সায়েন্স (২০১৯)

এএমপি/জেআইএম

আরও পড়ুন