ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

সুপারশপে বাজার করার সময় খেয়াল করুন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৩ জুলাই ২০২৫

সপ্তাহে একবার সংসারের জিনিসের একটি লিস্ট নিয়ে মুদির দোকানে আর কাঁচাবাজারে যাওয়া বাঙালির বহুদিনের অভ্যাস। তবে এখন ধীরে ধীরে কাগজের লিস্টের জায়গা নিয়ে নিচ্ছে মোবাইল ফোনের ‘নোটস্’। আর মুদির দোকানের পরিবর্তে অনেকেই বেছে নিচ্ছেন সুপারশপ।

অফিস থেকে ফেরার পথে সপ্তাহে কয়েকবার সুপারশপে যাওয়া এখন অনেকেরই রুটিনের অংশ। আগোরা, মীনাবাজার, স্বপ্ন, ডেইলি শপিং, ইউনিমার্ট, ফ্যামিলিমার্ট, ট্রাস্টমার্ট, প্রিন্স বাজার, সিএসডি, আলমাস, ল্যাভেন্ডারের মতো সুপারশপগুলোর একাধিক আউটলেট এখন প্রায় সব এলাকায়। এসব জায়গায় কেনাকাটার অনেক সুবিধা আছে। তার মধ্যে অন্যতম হলো:

অফিস থেকে ফেরার পথে সপ্তাহে কয়েকবার সুপারশপে যাওয়া এখন অনেকেরই রুটিনের অংশ। ডেইলি শপিং, স্বপ্ন, আগোরা, ইউনিমার্ট, ফ্যামিলিমার্ট, ট্রাস্টমার্ট, মীনাবাজার, প্রিন্স বাজার, সিএসডি, আলমাস, ল্যাভেন্ডারের মতো সুপারশপগুলো…

>> নিজের মতো সময় নিয়ে এটা ওটা দেখে যাচাই করে, দাম দেখে নিতে পারবেন।
>> একটা জিনিস হাতে নিয়ে লেবেলটা পড়ে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটাও সহজ। কে কী ভাবলো, এটা ভাবতে হয় না।
>> আপনার লিস্টে পরের পণ্যটি কী, সেটা শোনার জন্য কেউ অপেক্ষা করছে না মুদির দোকানের মতো। তাই তাড়াহুড়া নেই।
>> এক দোকানে অনেক ধরনের জিনিস পেয়ে যাচ্ছেন। হাতে ভারী ব্যাগ নিয়ে দোকানে দোকানে ঘুরতে হয় না।
>> পরামর্শ প্রয়োজন হলেও সেখানে আপনার সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মানুষ থাকে।
>> কয়েকটি কোম্পানির একই ধরনের পণ্য তুলনা করে পছন্দ করতে পারবেন।
>> ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও বিভিন্ন সুপারশপে বিভিন্ন রকম অফার থাকে। সেসব অফার কখনও কখনও ক্রেতার বেশ সাশ্রয় হয়।

 jagonews24

এককথায় সুপারশপ আপনার কেনাকাটায় বেশ স্বাধীনতা এনে দেয়। তবে, এতসব সুবিধার সঙ্গে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। যেন অপ্রয়োজনীয় খরচ বা অতিরিক্ত কেনাকাটা হয়ে না যায়।

সুপারশপে কেনাকাটা, যেসব বিষয় খেয়াল রাখবেন:
১. সঙ্গে যদি শিশু থাকে এবং তাকে আপনি অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়াতে না চান, তাহলে সুপারশপে শিশুকে নিয়ে না যাওয়াই ভালো। কারণ সুপারশপগুলোর কাউন্টারের কাছে এবং সামনের সারিতে সাজানো থাকে থরে থরে চকলেট! এত লোভনীয় এর উপস্থাপনা যে, আপনার নিজেরই নিতে ইচ্ছা করবে।
২. ‘একটি নিলে একটি ফ্রি’ জাতীয় অফারের জিনিস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে কিনুন। মেয়াদের মধ্যে কি আপনার প্রয়োজন পড়বে সেসব?
৩. সবকিছু চোখের সামনে থাকলেও সম্ভব হলে একটি লিস্ট নিয়ে যান। এতে প্রয়োজনের বাইরে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকা সহজ হবে।
৪. যদি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের পণ্য কিনতে যান এবং বিকল্প কোনো পণ্য সেখানে থাকে, তাহলে অন্যের কথার চেয়ে নিজের ইচ্ছা এবং বাজেটকে প্রাধান্য দিন। ‘অন্যটির চেয়ে কম দামে বেশি পণ্য’ পাবেন বলা হলেও নিজে হিসেব করে দেখে নিন।
৫. অল্প জিনিস কিনতে গেলে ঝুড়ি ছাড়াই পণ্য নিয়ে কাউন্টারে চলে আসুন। হাতে ঝুড়ি থাকলেই আমাদের সেটি ভরে বাজার করতে ইচ্ছা করে।
৬. বাজার করার আগে বাজেট ঠিক করে নিন। অনেক সময় ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করার সময় টাকার হিসাব করা হয় না, এতে বেশি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে।
৭. সুপারশপে ‘ঘুরতে’ গেলে খরচ হবে নিশ্চিত। তাই নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া ঘুরে বেড়ালে পকেটে টান পড়বেই।
৮. সম্প্রতি সুপারশপগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা হয়েছে, যেন মানুষ অবর্জনা উৎপাদন কমায়। তাই সুপারশপে কেনাকাটার অভ্যাস থাকলে সঙ্গে একটি বাজারের ব্যাগ রাখুন সব সময়। না হয় প্রতিবার দাম দিয়ে কিনতে হবে চট ও কাপড়ের ব্যাগ।
৯. প্রশাধনী পণ্যের তাকে বিভিন্ন মাত্রায় ছাড়ের অফার লেখা থাকে। তবে অফারটি অসলে কী বা কতটা সাশ্রয়ী, সেটা আগে ভালোভাবে বুঝে নেবেন। অনেকসময় এগুলোতে শর্ত যুক্ত থাকে। তাই সেলস্ পারসনের কাছে জিজ্ঞেস করে নিন।
১০. শপে ভিড় থাকলে লাইনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়ে বাজার শুরু করুন।

jagonews24

সুপারশপের সুবিধা ভোগ করার সময় এই বিষয়গুলো মাথায় রাখলেই আপনি নিজের কেনাকাটার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।

এএমপি/আরএমডি/জিকেএস

আরও পড়ুন