ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ত্বকের ক্লান্তি লুকাতে মেকআপ করার কৌশল

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৪ জুলাই ২০২৫

সারা সপ্তাহ জুড়ে ছোটাছুটি, কাজের চাপ লেগেই থাকে। তার উপর ঘুমের অভাব, মানসিক চাপের মতো কারণ তো আছেই। ফলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরেও ক্লান্তির ছাপ থাকে চোখেমুখে। সঠিক মেকআপ করে চেহারার ক্লান্তভাব মুছে চটজলদি ঝলমলে হয়ে উঠতে পারবেন।

১. ময়েশ্চারাইজার ব্যবহার করুন

ত্বক পরিষ্কার করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। হালকা ময়েশ্চারাইজ়ার ত্বকে আনবে আর্দ্রতা। পাশাপাশি, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বককে রক্ষা করতে পারবে। এনে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে। সঠিক ময়েশ্চারাইজ়ার ব্যবহার করলে মেকআপে ক্লান্তি দূর হবে। ত্বকও সতেজ লাগবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২. কনসিলারের ব্যবহার

ত্বকের ব্রণের দাগ, কালচে দাগ লুকাতে কনসিলার ব্যবহার করুন। চোখের কালো দাগ ঢাকতে পেন্সিল, লিকুইড বা ক্রিম কনসিলার খুবই উপযোগী। চোখের চারপাশের দাগ দূর করার জন্য হলুদ, কমলা ও জলপাই রঙের কনসিলার নিস্তেজ ত্বক অনেকাংশে ঢেকে দেবে।

ত্বকের ক্লান্তি লুকাতে মেকআপ করার কৌশল

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩. হালকা বেস করুন

চেহারার ক্লান্তি লুকাতে মেকআপ করার জন্য, হালকা বেস ব্যবহার করুন। তাই ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি বা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। চেহারা স্বাভাবিক দেখাবে এবং ভারীভাব কমাবে।

৪. ন্যুড বা সাদা আই পেনসিল

কাজল ছাড়া চোখের সাজ সম্পূর্ণ হয় না। কাজল ক্লান্ত চোখে কাজল পরা যাবে না। চোখের নিচে ন্যুড বা সাদা আই পেনসিল ব্যবহার করলে চোখ সজীব দেখাবে। এছাড়া চোখের কোণে সিলভার হাইলাইটার ব্যবহার করলে চোখ বড় আর উজ্জ্বল দেখাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৫. ব্লাশের ব্যবহার

ক্লান্ত চেহারা দূর করতে হালকা ব্লাশ করে নিতে পারেন। ব্লাশা গালে শুধু গোলাপি আভা আনতে নয়, এটি আপনার মুখমণ্ডলের সৌন্দর্যে অন্য মাত্রা এনে দেবে। যা আপনার চেহারার অবসন্নভাব ঢেকে দিতে পারবে।

ত্বকের ক্লান্তি লুকাতে মেকআপ করার কৌশল

বিজ্ঞাপন

৬. পাপড়ি হাইলাইট করতে পারেন

চোখের ক্লান্তি ঢাকতে চোখের পাপড়ি হাইলাইট করতে পারেন। মাস্কারা লাগানোর আগে চোখের পাপড়ি কিছুটা বাঁকিয়ে নিন। এতে সতেজ দেখাবে।

৭. ঠোঁটে উজ্জ্বল রঙের ব্যবহার

নির্ঘুম রাতের পর ঠোঁটে গ্লসি এবং উজ্জ্বল রঙের লিপস্টিক ব্যবহার করুন। এতে চেহারা পুরোপুরি বদলে যাবে। সেখানে কোথাও ক্লান্তির ছাপ খুঁজে বের করতে পারবেন না।

এসএকেওয়াই/এএমপি/এমএস

আরও পড়ুন

বিজ্ঞাপন