রোমান্স নয়, স্টাইলেই আলো ছড়ান হানিয়া আমির
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির, ছবি: অভিনেত্রী ইনস্টাগ্রাম থেকে নেওয়া
পর্দায় যেমন তিনি মিষ্টি, প্রাণবন্ত আর খোলামেলা স্বভাবের চরিত্রে অনায়াসে প্রাণ ঢেলে দেন, তেমনি বাস্তব জীবনের হানিয়া আমিরও যেন আত্মবিশ্বাস ও স্বাধীনতার আরেক নাম। পাকিস্তানি এই অভিনেত্রী কেবল অভিনয়েই নয়, ফ্যাশনের মঞ্চেও তৈরি করেছেন নিজস্ব জায়গা। তার পোশাক, মেকআপ, এমনকি হাসিটাও যেন বলে স্টাইল মানে নিজের মতো করে বাঁচা।

হানিয়া কখনোই ট্রেন্ডের অন্ধ অনুসারী নন। বরং তিনি নিজের পছন্দ, আরাম আর ব্যক্তিত্বকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কখনও মিনিমাল লুকে সাদামাটা কুর্তি, কখনও আবার ঝলমলে ওয়েস্টার্ন গাউনে আত্মবিশ্বাসী উপস্থিতি-সব ক্ষেত্রেই তিনি জানান দেন, ‘স্টাইল মানে আত্মপ্রকাশ, প্রদর্শন নয়।’

লাল কার্পেট হোক বা সাধারণ দিন, হানিয়ার সাজে থাকে এক অদ্ভুত সতেজতা। প্যাস্টেল শাড়ি বা হালকা রঙের ফ্রক-তার পোশাকে কখনও থাকে শিশুসুলভ কোমলতা, আবার কখনও সাহসী আধুনিকতার ছোঁয়া।

বোল্ড কাট, অদ্ভুত ডিজাইন বা কনট্রাস্ট রঙ নিয়েও তিনি সহজে পরীক্ষা-নিরীক্ষা করতে ভয় পান না। তাই ফ্যাশন সমালোচকেরা বলেন, হানিয়ার প্রতিটি লুকই যেন তার মনের প্রতিচ্ছবি।

হানিয়ার পোশাক নির্বাচনে একটা দারুণ ভারসাম্য দেখা যায়। একদিকে নারীসুলভ কোমলতা, অন্যদিকে শক্ত ও আত্মবিশ্বাসী উপস্থিতি। তার ফ্যাশন শুধু গ্ল্যামার নয়, বরং এক প্রকার সংবেদনশীল বার্তা-নারী চাইলে একই সঙ্গে শক্ত, সুন্দর ও স্বাধীন হতে পারে।

ভারী গয়না বা চড়া মেকআপ নয়, বরং ন্যাচারাল লুকে বিশ্বাসী হানিয়া। তার সৌন্দর্যের আসল রহস্য সেই সহজাত হাসি, খোলা চুল আর ন্যুড টোন মেকআপ। এক কথায়, তিনি মনে করিয়ে দেন যেমন আছ, ঠিক তেমনভাবে নিজেকে গ্রহণ করাই ফ্যাশনের সবচেয়ে বড় শক্তি।

হানিয়ার ফ্যাশনচর্চা কেবল রঙ বা পোশাকে সীমাবদ্ধ নয়; বরং এটি তার আত্মবিশ্বাসের প্রকাশ। ক্যামেরার সামনে যেমন সাহসী, তেমনি জীবনের প্রতিটি সিদ্ধান্তে তিনি দৃঢ়। সেটাই হয়তো তার সবচেয়ে বড় অলঙ্কার।

আজকের তরুণ প্রজন্মের কাছে হানিয়া আমির শুধু ফ্যাশন আইকন নন, বরং নিজেকে ভালোবাসার, নিজের মতো করে বাঁচার এক অনুপ্রেরণার নাম। এক কথায় বলা যায়, হানিয়ার স্টাইল মানে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং সংবেদন, সাহস আর আত্মবিশ্বাসের মেলবন্ধন।
জেএস/